দৈনিক আমার দেশ পাঠক মেলা
ফেনী জেলা কমিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু
সংবাদদাতা : দৈনিক আমার দেশ পাঠক মেলা ফেনী জেলা কমিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) ফেনী পৌরসভার কনফারেন্স হলে পত্রিকাটির পাঠক মেলার সদ্য গঠিত জেলা আহবায়ক কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ ফেনীর উপপরিচালক (উপসচিব) ও ফেনী পৌর প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জিয়াউদ্দিন মিস্টার, জামায়াতে ইসলামি ফেনী জেলা আমির মাওলানা মুফতি আবদুল হান্নান, বিএনপি ফেনী জেলা যুগ্ম আহ্বায়ক এয়াকুব নবী, ফেনী প্রেসক্লাব সাবেক সভাপতি একেএম আবদুর রহিম, সুজন ফেনী জেলা শাখা সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ শাহাদাত হোসেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা সাধারণ সম্পাদক এডভোকেট প্রার্থ পাল চৌধুরী, ফেনী পৌর বিএনপি সদস্য সচিব মেজবাহ উদ্দীন, আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি এস এম ইউসুফ আলী।
আমার দেশ জেলা কমিটির নজরুল ইসলাম চৌধুরী সভাপতিত্বে সদস্য সচিব মো. আবদুস সালাম ফরায়জী সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন এডভোকেট আমিনুল হক ভুট্টো (জর্জ কোর্ট, ফেনী), শাহ ওয়ালি উল্লাহ মানিক (এনসিপি ফেনী), আজিজ উল্লাহ আহমেদ (খেলাফত মজলিস ফেনী), ব্যাংকার মো. শরিফুল ইসলাম ও প্রভাষক মামুনুর রশীদ, মহিউদ্দিন ভূইয়া, মাওলানা একরামুল হক সেক্রেটারি ইসলামী আন্দোলন ফেনী, মহীউদ্দীন খন্দকার কেন্দ্রীয় মহাসচিব প্রাথমিক শিক্ষক সমিতি,ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক আলী হায়দার মানিক, সেলিম রেজা যুগ্ম আহ্বায়ক পাঠক মেলা জেলা কমিটি, সিনিয়র সাংবাদিক ফিরোজ আলম, আবদুল কাইয়ুম সোহাগ বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি ও জেলা স্বেচ্ছাসেবক পরিবারের সদস্য ওসমান গণি রাসেল।
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত