মোঃ জয়নুল আবদীন, :
পরশুরামে জামায়াতে ইসলামী বাংলাদেশ ও জাকের পাটির পাল্টাপাল্টি সমাবেশ বন্ধ করে দিয়েছে পরশুরাম মডেল থানা পুলিশ। এর আগে দুই দল একই স্থানে সমাবেশের ঘোষণা দিয়েছিলেন। জানা গেছে, শুক্রবার (২০ ডিসেম্বর) বিকালে পরশুরাম বাজারের সোনালী ব্যাংকের দক্ষিণ পাশে মাহফিল ঘোষনা করেন বিশ্ব জাকের মঞ্জিল। এদিকে একই স্থানে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দেয় পরশুরাম পৌরসভা জামায়াতে ইসলামী।
জামাতের পৌর আমীর মোঃ মোস্তফা জানান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের গুপ্ত হত্যার প্রতিবাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে শুক্রবার বিকালে জামায়াত বিক্ষোভ সমাবেশ করার কথা ছিল। একই স্থানে পাল্টাপাল্টি দুই দলের সমাবেশের ঘোষণা দেয়ায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।
শুক্রবার রাতে দুই দলের নেতাদের ডেকে সমাবেশ বন্ধ করতে বলেছেন পরশুরাম মডেল থানার ওসি। বিশ্ব জাকের মঞ্জিলের ফেনী জেলার কর্মী প্রধান শহিদ উল্যাহ ভূঁইয়া জানান, প্রশাসনের পক্ষ থেকে বাঁধা দেয়ার ফলে মাহফিল স্থগিত করা হয়েছে।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ নুরুল হাকিম জানান, শান্তি শৃংখলা ভঙ্গের আশংকায় উভয় পক্ষকে ডেকে সমাবেশ বন্ধ করতে বলেছি।
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত