ফেনীর শহরতলীর শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের শফিক ম্যানসনে গ্যাস বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মা মেহেরুন্নেসা লিপির (৪০) মৃত্যুর পর মেয়ে হাফসাও (১৪) মারা গেছেন।
বৃহস্পতিবার (১১ মার্চ) ভোর রাতে ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটের তিনি মারা যান।
নিহত মেহেরুন্নেসা (৪০) মাহবুবুল ইসলাম নামে এক দুবাই প্রবাসীর স্ত্রী। তার দুই মেয়ে ফারাহ ইসলাম (১৮) ও হাফসা ইসলাম (১৪)। তাদের বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট গ্রামে।
দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন।
ওসি আলমগীর হোসেন জানান, বুধবার (১০ মার্চ)দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটের মা মেহেরুন নেছা মারা যান। দগ্ধ হাফসা ইসলামের অবস্থা আশঙ্কাজনক ছিল। তিনি আইসিইউতে ভর্তি ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান।
এ ঘটনায় আরেক মেয়ে ফারাহ ইসলামকে (১৮) রিলিজ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ৫ মার্চ রাত সাড়ে ১০টার ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের শফিক ম্যানসনের ৫ম তলায় গ্যাসভর্তি কক্ষে মশা মারার ইলেকট্রিক ব্যাটের স্পার্ক থেকে বিস্ফোরণ হয়ে মা ও দুই মেয়ে দগ্ধ হন।
বিস্ফোরণে মা ও দুই মেয়ের শরীরের অনেকাংশ পুড়ে যায়। তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে নিয়ে ভর্তি করা হয়েছিল।
						
				
				
								
				নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত

          
                                
                                
                                
                                
                                
                                
	                
	                
	                
	                
  
    












