 
                      
                    
                    
                    
                        
                        
নিজস্ব প্রতিনিধি, 
ফেনীর বড় বাজারে স্বর্ণ দোকানসহ ৩ দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত শনিবার মাঝরাতে ফেনী শহরের খাজা আহমদ সড়কের চৌদ্দগ্রাম জুয়েলার্স, কোকারিজ ভিউ ও ফেন্সী রাবারসহ ৩ দোকানে এ ঘটনা ঘটে।
দেয়াল কেটে ঢুকে সংঘবদ্ধ চোর ৫২ ভরি স্বর্ণ ও নগদ ১ লাখ ২৫ হাজার টাকা চুরি করে। চোর পার্শ্ববর্তী অপর একটি দোকান থেকে দুটি এলইডি মনিটরসহ কম্পিউটার নিয়ে যায়। 
পুলিশ ও ক্ষতিগ্রস্থ দোকান মালিক হেলাল উদ্দিন ও মো: ইয়াছিন জানায়, ওইদিন সার্টারের তালা কেটে দূর্বৃত্তরা প্রথমে কোকারিজ ভিউ নামক একটি দোকানে প্রবেশ করে নগদ ১২ হাজার টাকা, মনিটর, সিসি ক্যামরা লুট করে, ভেতরে অবস্থান করে পাশেই অবস্থিত চৌদ্দগ্রাম জুয়েলাস্রে দেয়াল কেটে ভিতরে প্রবেশ করে। দুর্র্র্বৃত্তরা এ সময় আলমিরার লকার কেটে রক্ষিত প্রায় ৫২ ভরি স্বণ ও নগদ ১ লাখ ২৫ হাজার টাকা নিয়ে যায়। একই সময় ফেন্সী রাবার দোকানটির সাটারের লক্ ভেঙ্গে ঢুকে ২টি মনিটরসহ কম্পিউটার সামগ্রী চুরি করে নিয়ে যায়।
ফেনী মডেল থানা অফিসার ইনচার্জ ( ওসি) রাশেদ খান চৌধুরী জানান, ৩ দোকান চুরি সংবাদ অবগত আছি তবে, এতো ছোট দোকানে এতো স্বর্ণ থাকার কথা আমরা দোকানের স্টক খাতা দেখব এবং তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেব ।                        
 
						
				
				
								
				নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত

 
           
                                _21-02-2018.jpg) 
                                 
                                 
                                 
                                _11-7-2017_(3).jpg) 
                                 
	                 
	                 
	                 
	                 
  
    













