ঘটনার বিবরণে জানা গেছে,
ফেনীর পশ্চিম রামপুরে প্রায় ৭ কি.মি. লাইনে ১৪৩ টি রাইজারের মাধ্যমে অবৈধ সং যোগ প্রদান করেছে এলাকার স্থানীয় কাউন্সিলর মনির আহম্মেদ। প্রতিটি সংযোগ দিতে নেওয়া হয়েছে ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা। প্রায় তিনবছরের চেষ্টায়ও বিচ্ছিন্ন করা সম্ভব হয়নি অবৈধ সংযোগ।
আজ (১২ মার্চ, ২০১৮) এই অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে এই এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন। এ অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।
এ সময় ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর মনির আহম্মেদের নেতৃত্বে এক দল দুর্বৃত্ত এই অভিযানকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে। এ সময় এই উচ্ছেদ কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে গ্যাস কোম্পানির গাড়ির ড্রাইভারের উপর হামলা করে এবং রাস্তায় অবস্থানে নেওয়ার চেষ্টা করে।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট পাশের র্যাব ক্যাম্পের কিছু র্যাবের সাহায্যে রাস্তার লোকজনকে সরিয়ে দেন। কাউন্সিলর নিজে ইউনিক পরিবহনের একটি গাড়িতে ইট মারেন।
পরিস্থিতি শান্ত করতে ব্যাটালিয়ান আনসারকে গুলি বর্ষনের নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রট। চার রাউন্ড ফাকা গুলি বর্ষন করা হয়। আটক করা হয় তিনজন হামলাকারীকে।
সরকারী কাজে বাধা দেওয়ায় আটক ৩ জনকে ৩ মাস করে কারাদন্ড প্রদান করেন সোহেল রানা। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপকের মাধ্যমে কাউন্সিলর মনিরের বিরুদ্ধে নিয়মিত মামলা করেন।
পরিস্থিতি মোকাবেলায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (অপারেশন) মো: সাজেদুলের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে প্রেরণ করেন। এরপর আবার শুরু হয় উচ্ছেদ অভিযান। মোট ১ কি.মি. অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযানের সময় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন এর ফেনীর ব্যবস্থাপক মো: আবু সাঈদ সরকার ও ব্যাটালিয়ান আনসারের সদস্য উপস্থিত ছিলেন।
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত