নিজস্ব প্রতিনিধি>> ফেনীতে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদকে কেন্দ্র করে ফেনীর বাখরাদ গ্যাস কর্মকর্তাদের সাথে ফেনীর পৌরসভার ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর মনিরের সমর্থকদের সাথে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় ঘটেছে । এসময় ৪ জন আহত হয়েছে । পুলিশ হামলাকারী সন্দেহে ৩ জনকে আটক করেছে । পরিস্থিতি নিয়ন্ত্রনে চার রাউন্ড গুলি চালায় আনসার সদস্যরা। সোমবার বিকালে পশ্চিম রামপুরে এ ঘটনা ঘটে ।
পুলিশ জানায়, পশ্চিম রামপুরের ৭ কিলোমিটার এলাকায় অবৈধ গ্যাস সংযোগের ১৪৩ টি রাইজারের দ্বৈত চুলো ১৫৭টি এমন তথ্যের ভিত্তিতে সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ফেনীর পশ্চিম রামপুর এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন অভিযান চালায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোহেল রানা ও বাখরাবাদ গ্যাস কর্মকর্তারা।
অবৈধ সংযোগ বিছিন্ন করার সময় ফেনী পৌরসভার ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর মনির ও তার সমর্থকরা ভ্রাম্যমান আদালত ও বাখরাবাদ গ্যাস কর্মকর্তাদের বাধা দেয় এক পর্যায়ে ভ্রাম্যমান আদালতের উপর ইট-পাটকেল ছুড়তে থাকে। এক পর্যায়ে পুলিশ খবর পেয়ে হামলাকারীদের ধাওয়া দিলে তারা মহাসড়কের উপর দাঁড়িয়ে থাকা বাখরাবাদ গ্যাস লিমিটেডের একটি গাড়ি ও ইউনিক পরিবহনের একটি যাত্রবাহী গাড়ি ভাংচুর করে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক সড়ক অবরোধ করে।
পরে আনসার সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রনে চার রাউন্ড গুলি ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়। একপর্যায়ে ঘটনাস্থলের পাশবর্তী র্যাব ক্যা¤প থেকে সদস্যরা বের হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
মহাসড়ক অবরোধ ও ভাঙচুরের সন্দেহে ফেনী শাহিন একাডেমী স্কুল এন্ড কলেজের এক শিক্ষকসহ তিনজনকে পুলিশ আটক করে। এ হামলায় বাখরাবাদ গ্যাস
সিস্টেম লিমিটেডের গাড়ী চালক ও স্টাফসহ ৪ জন আহত হয় । পরে প্রায় ২ কিলোমিটার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে ভ্রাম্যমান আদালত। এঘটনায় কাউন্সিলর মনিরের বিরুদ্ধে মামলা প্রস্তুতি চলছে বলে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট সোহেল রানা জানান।
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত