নিজস্ব প্রতিনিধি>> ফেনীতে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদকে কেন্দ্র করে ফেনীর বাখরাদ গ্যাস কর্মকর্তাদের সাথে ফেনীর পৌরসভার ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর মনিরের সমর্থকদের সাথে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় ঘটেছে । এসময় ৪ জন আহত হয়েছে । পুলিশ হামলাকারী সন্দেহে ৩ জনকে আটক করেছে । পরিস্থিতি নিয়ন্ত্রনে চার রাউন্ড গুলি চালায় আনসার সদস্যরা। সোমবার বিকালে পশ্চিম রামপুরে এ ঘটনা ঘটে ।
পুলিশ জানায়, পশ্চিম রামপুরের ৭ কিলোমিটার এলাকায় অবৈধ গ্যাস সংযোগের ১৪৩ টি রাইজারের দ্বৈত চুলো ১৫৭টি এমন তথ্যের ভিত্তিতে সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ফেনীর পশ্চিম রামপুর এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন অভিযান চালায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোহেল রানা ও বাখরাবাদ গ্যাস কর্মকর্তারা।
অবৈধ সংযোগ বিছিন্ন করার সময় ফেনী পৌরসভার ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর মনির ও তার সমর্থকরা ভ্রাম্যমান আদালত ও বাখরাবাদ গ্যাস কর্মকর্তাদের বাধা দেয় এক পর্যায়ে ভ্রাম্যমান আদালতের উপর ইট-পাটকেল ছুড়তে থাকে। এক পর্যায়ে পুলিশ খবর পেয়ে হামলাকারীদের ধাওয়া দিলে তারা মহাসড়কের উপর দাঁড়িয়ে থাকা বাখরাবাদ গ্যাস লিমিটেডের একটি গাড়ি ও ইউনিক পরিবহনের একটি যাত্রবাহী গাড়ি ভাংচুর করে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক সড়ক অবরোধ করে।
পরে আনসার সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রনে চার রাউন্ড গুলি ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়। একপর্যায়ে ঘটনাস্থলের পাশবর্তী র্যাব ক্যা¤প থেকে সদস্যরা বের হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
মহাসড়ক অবরোধ ও ভাঙচুরের সন্দেহে ফেনী শাহিন একাডেমী স্কুল এন্ড কলেজের এক শিক্ষকসহ তিনজনকে পুলিশ আটক করে। এ হামলায় বাখরাবাদ গ্যাস
সিস্টেম লিমিটেডের গাড়ী চালক ও স্টাফসহ ৪ জন আহত হয় । পরে প্রায় ২ কিলোমিটার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে ভ্রাম্যমান আদালত। এঘটনায় কাউন্সিলর মনিরের বিরুদ্ধে মামলা প্রস্তুতি চলছে বলে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট সোহেল রানা জানান।