ফেনী প্রতিনিধি. ৯ নভেম্বর, ২০১৭ : ফেনীতে পাঁচ ভূয়া ডিবি পুলিশ আটক করেছে ফেনী মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ঢাকা- চট্রগ্রাম মহাসড়কের ফেনীর পশ্চিম সিলোনিয়া থেকে ১টি প্রাইভেটকার, ওয়াকিটকি ও হ্যান্ডকাপসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, বরগুনা জেলার আমতলী থানার বাইনবুনিয়া গ্রামের মৃত মৌজালী মৃধার পুত্র মো: আবুল কাশেম (৩৫), ইউছুফ হাওলাদারের পুত্র মো: ইব্রাহিম (২৪) এবং মাদারীপুর জেলার কালকিনি থানার আলীপুর গ্রামের আবদুল হাকিম হাওলাদারের পুত্র মো: কামাল হোসেন (৩২), জোনাব আলী খলিফার পুত্র ছুন্ন খলিফা (৩৮) ও আবদুর রবের পুত্র স্বপন (২৮)।
ফেনী মডেল থানার ভারপাপ্ত কর্মকর্তা রাশেদ খান চৌধুরী দৈনিক বাংলাদেশের খবরকে জানান, রোহিঙ্গাদের আগমন প্রতিরোধে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনীর পশ্চিম সিলোনিয়ায় স্থাপিত নিয়মিত চেক পোষ্টে একটি প্রাইভেট কার তল্লাশি করে তাদের আটক করা হয়। তাদের নিকট থেকে ১টি ওয়াকিটকি, ১টি হ্যান্ডকাপ উদ্ধার করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে তারা দেশের বিভিন্ন স্থানে ডিবি পুলিশ পরিচয় দিয়ে দীর্ঘদিন যাবৎ প্রতারণা করে আসছে বলে জানায়। তাদেরকে আরো জিজ্ঞাসাবাদের জন্য থানা হাজতে রাখা হয়েছে।
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত