ফেনী প্রতিনিধি, ২১ অক্টোবর ২০১৭: দু-দিনের টানা বৃষ্টিতে ফেনী শহরের বিভিন্ন স্থানে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। দোকানে পানি প্রবেশ করে বিভিন্ন রকমের ভোগ্যপণ্যসহ মূল্যবান দ্রব্য সামগ্রী নষ্ট হয়ে গেছে । অপরদিকে জলাবদ্ধ সড়কে যানবাহন চালাতে গিয়ে বিকল হয়ে গেছে প্রায় শত গাড়ী ।
ফেনীর আবহাওয়া অফিসের ইনচার্জ জিএম মামনুর রশিদ জানান, গত ২৪ ঘণ্টায় ফেনীতে বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ৩০৬ মিলিমিটার।
ফেনী ফায়ার ষ্টেশানের ডিউটি অফিসার আবদুল কাদের জানান, দু-দিনের টানা বর্ষণে ফেনী শহরের বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তার মধ্যে ফেনীর শহিদুল্লাহ কায়সার সড়কে হাটুর উপরে পানি জমে গেছে। এ ছাড়া একাডেমী, শহদেবপুর, পশ্চিম উকিলপাড়া, ডাক্তার পাড়া ও মাস্টার পাড়ার নিচু এলাকায় হাটু পরিমাণ পানি জমে যায় ।
শহিদুল্লাহ কায়সার সড়কের ব্যাসায়ী ফেনী এগ্রো ট্রেড সেন্টারের মালিক সোহাগ জানান,
দোকানে পানি ডুকে প্রায় তিন লাখ টাকার মালামাল নষ্ট হয়ে গেছে ।
এ ছাড়া এ সড়কে অবস্থিত আরমান ফার্নিসার, মাধবী, সনি, মেসার্স ফরিদ আহম্মদ, কোয়ালিটি মোটরস্, রানা হার্ডওয়ার, গাজী এন্টার প্রাইজ, রাহা গ্লাস ও নুর টাইলস দোকান ঘরে পানি ডুকে মূল্যবান দ্রব্য ভিজে নষ্ট হয়ে যায়।
জলাবদ্ধ সড়ক পারাপার হতে গিয়ে দুই শতাধিক মোটর বাইক, ব্যটারী চালিত অটো, সিএনজি চালিত অটো রিক্সা, মালবাহী বেবী টেক্সি ও জীপ নষ্ট হয়ে গেছে ।
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত