স্টাফ রিপোর্টার>>ফেনীতে জিহাদী বই বিক্রি ও গোপন বৈঠকের অভিযোগে পিতা-পুত্রসহ চার জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ । সোমবার দুপুরে ফেনী মডেল থানায় মামলা দায়ের করে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
রোববার রাতে কোর্ট মসজিদ সংলগ্ন “ ইসলামী বই ঘর”নামে একটি বই দোকান ও তমিজিয়া মসজিদ মার্কেট এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয় । এ সময় বেশ কিছু জিহাদী বই উদ্ধার করে দোকানে তালা লাগিয়ে দেয় ডিবি পুলিশ। আটককৃতরা হলেন , ইসলামী বই ঘরের মালিক নুরুল ইসলাম, তার ছেলে সাইফুল ইসলাম,আবদুল হালিম ও নুরুল আবছার ।
ফেনী জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দিন পিতা-পুত্রসহ চারজনকে জিহাদী বইসহ আটকের সত্যাতা নিশ্চিত করেন।
তিনি জানান, নুর ইসলাম ও তার ছেলে সাইফুল ইসলাম কোরআন হাদীসের বই বিক্রির আড়ালে জেহাদী বই বিক্রি করছিল দীর্ঘদিন যাবত ।
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত