হকার্স রিপোর্ট ঃ ফেনী শহরে গত ১ সপ্তাহে ভ্রাম্যমান আদালতের অভিযানে বেকারী, মাদকসেবী, মাছ ব্যবসায়ী, মাদক ব্যবসায়ী ও বিভিন্ন হাসপাতাল ও কিনিককে ২ লাখ ৬২ হাজার ৩০০ টাকা জরিমানা ও ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়।
জানা যায়, গত ৩ সেপ্টেম্বর দুপুরে মাদকবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা। এ সময় ধর্মপুরের আশ্রয়ণ কেন্দ্র, শহরের রাজাঝির দিঘীর পাড়ে ও স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। রাজাঝির দিঘীর পাড়ে ২০ পিস ইয়াবাসহ মো: ওমর ফারুক (১৯) কে হাতে নাতে পাওয়া যায়। আদালত অভিযুক্তকে ৬ (ছয়) মাসের কারাদন্ডে দন্ডিত করা হয়। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ইকবালুর রহমান উপস্থিত ছিলেন। একই দিন দুপুরে ফেনী শহরের এসএসকে রোডের বেকারীগুলোতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। এ সময় হেলাল ব্রেডের মালিক হেলাল উদ্দিন আহমদকে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির জন্য ৫০ হাজার টাকা, দিলদার ব্রেডের মাহমুদুল হাসানকে রুটির গায়ে মেয়াদের কোন সীল না থাকার জন্য ৫০ হাজার টাকা ও জামাল ব্রেডের মালিক জামাল উদ্দিনকে মেয়াদের সিল না থাকা, ভুল মেয়াদ লিখা ও মেয়াদোত্তীর্ণ রং ব্যবহার করে পণ্য উৎপাদনের কারণে ৫০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। এ সময় স্যানিটারি ইন্সপেক্টর এস কে বড়–য়া উপস্থিত ছিলেন। একই দিন পাবলিক পেসে ধূমপান করার দায়ে ফেনী পৌরসভার সামনে মোশাররফ হোসেনকে ২’শ টাকা ও মাইন উদ্দিনকে ২’শ টাকা, রোকেয়া শপিং সেন্টারের সামনে থেকে মনির উদ্দিনকে ৩’শ টাকা, সুবাস সাহাকে ৫’শ টাকা, আবু ইউসুফকে ৫’শ টাকা এবং ট্রাকে ধূমপানের দায়ে ট্রাকের হেলপার মো: খায়রুলকে ৫’শ টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয় করা হয়। এছাড়াও ধূমপানের সতর্কতা নোটিশ না টানানোর জন্য রোকেয়া শপিং সেন্টারের তত্বাবধায়ক খুরশিদ আলমকে ১ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। এছাড়াও মহিপালের সুমন স্টোরের মালিক ফিরোজ আলম সুমনকে অবৈধ সিগারেট বিক্রির অপরাধে ১০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। এ সময় সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য শিা কর্মকর্তা সাইফ উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন। একই দিন ফেনীর সবচেয়ে বড় পৌর মাছের আড়তে সকাল ৮ টায় জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযানে ৪ মণ জেলীযুক্ত চিংড়ি মাছ উদ্ধার করা হয়। এ সময় আড়তের বারো আউলিয়া মৎস আড়তে প্রায় ৪ মণ জেলীযুক্ত চিংড়িসহ হাতে নাতে ধরা পড়েন প্রতিষ্ঠানটির মালিক মো: শাহজাহান। মো: শাহজাহানকে ১০ দিনের কারাদন্ড প্রদান করে আদালত। এ সময় ফেনী সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ মোস্তফা জামান উপস্থিত ছিলেন।
এদিকে, গত ২৭ সেপ্টেম্বর বিরিঞ্চির মাদক সম্রাট ছরোয়ারের বাড়িতে মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। এ অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা। এ সময় ছরোয়ারের কাছে ৩ পিস ইয়াবা পাওয়া যায় যা তিনি সেবনের উদ্দেশ্যে বহন করছিলেন বলে জানান। আদালত ছরোয়ার হোসেনকে ৬ (ছয়) মাসের কারাদন্ডে দন্ডিত করেন। ছারোয়ার হোসেন ওয়ার্ড যুবলীগের সভাপতি ও বিরিঞ্চি এলাকার মাদক ও ছিনতাই চক্রের মূল হোতা বলে এলাকাবাসীর নিকট থেকে জানা যায়। এ ছাড়াও ধর্মপুরের বটতলার হাজী বাদশা মিয়ার বাড়ি থেকে মো: ইয়াকুবের ছেলে মো: জাহাংগীরকে (৪৫) ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে মো: জাহাংগীরকে ছয় (৬)মাসের কারাদন্ডাদেশ প্রদান করেন আদালত। এ সময় মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক ইকবালুর রহমান উপস্থিত ছিলেন। অপরদিকে, একইদিন ফেনী জেলার একাডেমী রোডে অবস্থিত এপোলো হাসপাতাল লি: এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এ সময় হাসপাতালে দেখা যায় ভয়াবহ অনিয়ম। একজন সেবা গ্রহীতার ইলেকট্রোকার্ডিওগ্রাম রিপোর্টে অবহেলা করে তারিখ, আইডি কোনটাই পরিবর্তন করা হয়নি। এতে বোঝার উপায় নেই রিপোর্টটি পুরনো কি না। হাসপাতালে নাই কোন রেজিস্টার্ড নার্স। ডিউটি ডাক্তার থাকার কথা দু’জন কিন্তু আছে একজন। কিনিক্যাল বর্জ্য ফেলে দেওয়া হচ্ছে সামনের ডাস্টবিনে। এসব অব্যবস্থাপনার জন্য হাসপাতালের মালিক এনামুল হককে ১ ল টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।
সোনাগাজীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪০ কেজি ইলিশ উদ্ধার
সোনাগাজী প্রতিনিধি ঃ সোনাগাজীতে মা ইলিশ সংরণে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। রবিবার (১ অক্টোবর) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সোনাগাজী উপজেলা নির্বাহি অফিসার মো. মিনহাজুর রহমান। এসময় সোনাগাজী বাজারে এক জেলের কাছ থেকে ৪ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়। মিনহাজুর রহমান জানান, প্রজনন মৌসমে ( ১-২২ অক্টোবর) ইলিশ মাছ শিকার, বাজারজাত ও সংরণ দন্ডনীয় অপরাধ। তিনি জানান, উদ্ধারকৃত ৪০ কেজি ইলিশ স্থানীয় একটি এতিম খানায় দেয়া হয়েছে। অভিযানে উপজেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত