স্টাফ রিপোটার>> ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের তিনটি গ্রামে কৃষি অফিসের সহায়তায় স্বেচ্ছায় ৭ কিলোমিটার রাস্তায় ৩ হাজার ৪৯৮টি তালের বীজ বপন করলেন ফেনীর স্থানীয় সাংবাদিক সৌরভ পাটোয়ারী । গতকাল শুক্রবার ভোর থেকে বিকাল ৫টা পর্যন্ত ওই বীজগুলো বপন করা হয় ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পাঁচগাছিয়া ইউনিয়নের উত্তর কাশিমপুর গ্রামের বাসিন্দা ও ফেনীর স্থানীয় সাংবাদিক সৌরভ পাটোয়ারী ব্যক্তিগত ভাবে নিজ গ্রামসহ পাশ্ববর্তী তিনটি গ্রামের রাস্তায় তালের বীজ বপনের উদ্যোগ নেয় ।
এ জন্য তিনি চলতি মাসের প্রথম থেকে উত্তর কাশিমপুর,দক্ষিণ কাশিমপুর ও লক্ষীয়ারা গ্রামের মানুষের বাড়ি বাড়ি গিয়ে দীর্ঘ ১৮দিনে ২হাজার ৪শত ৯৮টি তালের বীজ (আঁটি) সংগ্রহ করেন। পরে তিনি পাঁচগাছিয়া ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রনব চন্দ্র মজুমদার থেকেও আরও এক হাজার ৭০১টি তালের বীজ সংগ্রহ করেন।
সংগ্রহ করা তালের বীজগুলো গত শুক্রবার ভোর থেকে বিকাল ৫টা পর্যন্ত তিনি তিনটি গ্রামের দীর্ঘ ৭ কিলোমিটার ( উত্তর কাশিমপুর থেকে দক্ষিণ কাশিমপুর ও লক্ষীয়ারা) রাস্তার দু-পাশে সারিবদ্ধ করে ১০ হাত দুরত্বে ৩ হাজার ৪৯৮টি তালের বীজ বপন করেন । এসময় তার সাথে স্থানীয় গ্রামবাসীর ও উত্তর কাশিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক - শিক্ষার্থীরা স্বেচ্ছায় বীজ রোপনে অংশ গ্রহন করে।
এ ছাড়াও বীজ বপনে অংশ গ্রহণ করেন ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মামুন, ফেনী সদর উপজেলা কৃষি কর্মকর্তা আবু নঈম মোহাম্মদ সাইফুদ্দিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: রাফিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলটন দস্তিদার, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ( পিআরসি) ফেনী ও পাঁচগাছিয়া ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রনব চন্দ্র মজুমদার ।
উপস্থিত প্রশাসনের কর্মকর্তারা সাংবাদিক সৌরভ পাটোয়ারীর জনহীতকর মহতি উদ্যোগকে স্বাগত জানান। সাংবাদিক সৌরভ পাটোয়ারী ফেনী থেকে প্রকাশিত সাপ্তাহিক ফেনীর গৌরব পত্রিকার নির্বাহী সম্পাদকের দায়িত্বে নিয়োজিত আছেন।
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত