স্টাফ রিপোটার>> ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের তিনটি গ্রামে কৃষি অফিসের সহায়তায় স্বেচ্ছায় ৭ কিলোমিটার রাস্তায় ৩ হাজার ৪৯৮টি তালের বীজ বপন করলেন ফেনীর স্থানীয় সাংবাদিক সৌরভ পাটোয়ারী । গতকাল শুক্রবার ভোর থেকে বিকাল ৫টা পর্যন্ত ওই বীজগুলো বপন করা হয় ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পাঁচগাছিয়া ইউনিয়নের উত্তর কাশিমপুর গ্রামের বাসিন্দা ও ফেনীর স্থানীয় সাংবাদিক সৌরভ পাটোয়ারী ব্যক্তিগত ভাবে নিজ গ্রামসহ পাশ্ববর্তী তিনটি গ্রামের রাস্তায় তালের বীজ বপনের উদ্যোগ নেয় ।
এ জন্য তিনি চলতি মাসের প্রথম থেকে উত্তর কাশিমপুর,দক্ষিণ কাশিমপুর ও লক্ষীয়ারা গ্রামের মানুষের বাড়ি বাড়ি গিয়ে দীর্ঘ ১৮দিনে ২হাজার ৪শত ৯৮টি তালের বীজ (আঁটি) সংগ্রহ করেন। পরে তিনি পাঁচগাছিয়া ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রনব চন্দ্র মজুমদার থেকেও আরও এক হাজার ৭০১টি তালের বীজ সংগ্রহ করেন।
সংগ্রহ করা তালের বীজগুলো গত শুক্রবার ভোর থেকে বিকাল ৫টা পর্যন্ত তিনি তিনটি গ্রামের দীর্ঘ ৭ কিলোমিটার ( উত্তর কাশিমপুর থেকে দক্ষিণ কাশিমপুর ও লক্ষীয়ারা) রাস্তার দু-পাশে সারিবদ্ধ করে ১০ হাত দুরত্বে ৩ হাজার ৪৯৮টি তালের বীজ বপন করেন । এসময় তার সাথে স্থানীয় গ্রামবাসীর ও উত্তর কাশিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক - শিক্ষার্থীরা স্বেচ্ছায় বীজ রোপনে অংশ গ্রহন করে।
এ ছাড়াও বীজ বপনে অংশ গ্রহণ করেন ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মামুন, ফেনী সদর উপজেলা কৃষি কর্মকর্তা আবু নঈম মোহাম্মদ সাইফুদ্দিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: রাফিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলটন দস্তিদার, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ( পিআরসি) ফেনী ও পাঁচগাছিয়া ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রনব চন্দ্র মজুমদার ।
উপস্থিত প্রশাসনের কর্মকর্তারা সাংবাদিক সৌরভ পাটোয়ারীর জনহীতকর মহতি উদ্যোগকে স্বাগত জানান। সাংবাদিক সৌরভ পাটোয়ারী ফেনী থেকে প্রকাশিত সাপ্তাহিক ফেনীর গৌরব পত্রিকার নির্বাহী সম্পাদকের দায়িত্বে নিয়োজিত আছেন।