নিজস্ব প্রতিনিধি>> স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ব্যবসা ক্ষেত্রে বিশেষ সাফল্যের জন্য সম্মানসূচক গুসি শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন চৌধুরী গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ও চিলিতে বাংলাদেশের বিশেষ দূত ও ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউপির মাথিয়ারা বসুমিয়া চৌধুরী বাড়ীর কৃতি সন্তান আসিফ এ চৌধুরী।
মঙ্গলবার গুসি পিস প্রাইজ ইন্টারনেশনালের চেয়ারম্যান ব্যারি গুসি এক অনুষ্ঠানে এই পুরস্কারের ঘোষণা দেন। ফিলিপাইনের ম্যানিলা ভিত্তিক এই পুরস্কার দেওয়া হয়। এই অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের ব্যবসায়ী, প্রতিষ্ঠানের কর্মকর্তা, কূটনীতিক, মিডিয়া ও কর্পোরেট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উল্লেখ করা হয়েছে, আসিফ চৌধুরী তার কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য আরও এগিয়ে নিতে প্রধান ভূমিকা পালন করছেন। একই সঙ্গে মানবতা, কল্যাণ ও মূল্যবোধের সঙ্গে তার ব্যবসা গড়ে তোলেন।
মানিলা ভিত্তিক এই শান্তি পুরস্কার- শান্তি, মানবাধিকার, বৈজ্ঞানিক আবিষ্কার, একাডেমি, শিল্প ও সাহিত্য, ওষুধ, সাংবাদিকতা, ব্যবসা, মানবপ্রেম ও আন্তর্জাতিকতাবাদের ক্ষেত্রগুলিতে অনন্য অবদানের জন্য স্বীকৃতি দেয়।
২০০২ সাল থেকে ফাউন্ডেশন কর্তৃক বিশ্বব্যাপী শান্তি ও মানবতার ক্ষেত্রে অবদান রাখার জন্য পুরস্কার দেওয়া হচ্ছে।
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত