ঘরমুখী মানুষ ছুটছে ট্রেনের টিকিটের পিছনে। সময়মত টিকিট হাতে পাওয়া মানেই হলো সোনার হরিণ হাতে পাওয়া । ঈদের অগ্রিম টিকিটের দ্বিতীয় দিন আজ। তাই বলে ভিড় কিন্তু কম নেই। বরং পরিস্থিতি উল্টো।
মঙ্গলবার সকাল ৭টা থেকে টিকিট দেয়ার কথা থাকলেও দেখা গেছে, সকাল ৬টা নাগাদ ট্রেনের টিকিটের লাইন ষ্টেশনের মূল চত্বর ছাড়িয়ে গেছে।
এদিকে সকাল ৮টা থেকে শুরু হয়েছে ২২ জুনের টিকিট বিক্রি। রেলওয়ের ঘোষণা অনুযায়ী, গত ১২ জুন বিক্রি হয়েছে ২১ জুনের অগ্রিম টিকিট, ১৩ জুন বিক্রি হবে ২২ জুনের টিকিট, ১৪ জুন ২৩ জুনের টিকিট, ১৫ জুন ২৪ জুনের টিকিট এবং ১৬ জুন ২৫ জুনের টিকিট বিক্রি হবে।
রেল মন্ত্রণালয়ের তথ্যমতে, এবার ঈদে সারাদেশে ২ লাখ ৬৫ হাজার যাত্রী টানবে রেল। চলবে সাত জোড়া বিশেষ ট্রেন। এই বিশেষ ট্রেন ২২ জুন থেকে ২৫ জুন পর্যন্ত ঢাকা থেকে যাত্রী নেবে আর ফেরত আনবে ২৮ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত। বিশেষ ট্রেনের টিকিট দেয়া শুরু হবে ১৪ জুন থেকে।
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত