শহর প্রতিনিধি : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর ফেনী শাখার প্রথম উপ-শাখা মহিপালে উদ্বোধন হয়েছে। বুধবার সকালে মহিপাল কমিউনিটি সেন্টারের দোতলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা। ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এন্ড হেড অব জোন মাহমুদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডন্ট এন্ড হেড অব ফেনী ব্রাঞ্চ মোহাম্মদ নুরুল করিম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ব্যাংক সর্বোচ্চ গ্রাহক সেবা নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেন।
হেড অব জোন মাহমুদুর রহমান জানান, ইসলামী ব্যাংক সোয়া ১ কোটি গ্রাহকের ব্যাংক। ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে গণমানুষের আস্থার ঠিকানায় পরিণত হয়েছে।
অনুষ্ঠানে জোনের বিভিন্ন শাখা ব্যবস্থাপক ও অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।