দিদার মজুমদারঃ লস্করহাট ব্লাড ডোনেট এসোসিয়েশনের উদ্দ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালিত হয়েছে।সংগঠনের পক্ষ থেকে নাম মাত্র রেজিট্রেশন ফি ১০ টাকায় ৫০০ এর অধিক এই কর্মসূচিতে স্কুল কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রীরা সহ সাধারণ মানুষও এতে অংশ নেন।১২ জুলাই শুক্রবার লস্করহাট এসএসসি লাহা বিদ্যায়লে এই কর্মসূচি পালন করেন যথা সময়ে সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত এই কার্যক্রম চলে।বৃষ্টির কারনে অনেকে না আসতে পারলেও প্রায় ২০০ এর অধিক ব্যাক্তিকে এই বিনামূল্যে গ্রুপ নির্ণয়ে সেবা প্রদান করেন সংগঠনটি।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হারুন অর রশিদ (এল.এল.বি) চেয়ারম্যান ১১ নং মোটবি ইউনিয়ন পরিষদ,জসিম উদ্দিন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী,একরামুল করিম আজাদ ইউপি সদস্য ৮ নং ওয়ার্ড,ইসমাইল হোসেন ইউপি সদস্য ৯ নং ওয়ার্ড।এছাড়াও সংগঠনের প্রধান সমন্বয়ক মোঃ সুমন ফরায়েজী,উদ্দ্যোক্তা কায়সার মাহমুদ,আবু ইউসুফ জনি,সদস্য রানা ও নোবেল সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।সংগঠনের সমন্বয়ক সুমন জানান এই বছরের শেষ দিকে লস্করহাটে বিশাল পরিসরে ফ্রি মেডিক্যাল ক্যাম্প করার কথা,সব কিছু ঠিক থাকলে এই ক্যাম্প তারা পরিচালনা করবেন এবং এতে তিনি সকলের কাছে সহযোগীতা চেয়েছেন।