দিদার মজুমদারঃ ফেনী শহরস্থ প্রায় চার শতাধিক নিম্ন আয়ের শ্রমিকদের মাঝে ঠান্ডা বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করেছে সোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন।শনিবার ২৭ এপ্রিল ফেনীর প্রাণকেন্দ্র ট্রাঙ্করোড সংলগ্ন এলাকায় এ কর্মসূচী পালন করেন সংগঠনটি।উদ্যোক্তারা ফেনীর ট্রাংক রোডের ৩টি অংশে খাবার পানি ও স্যালাইন বিতরণ করেন।উদ্যোক্তা শাকিল মাহমুদের নেতৃত্বে একঝাঁক তরুণ এই কর্মসূচীতে অংশ নেন। তরুণদের এমন মানবতা প্রেম ও উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সূধী মহল সহ অনেকেই।এ সময় সংঘঠনের সদস্য ছাড়াও উপস্থিত থেকে পানি ও স্যালাইন বিতরণে অংশ গ্রহন করেন ফেনীর স্থানীয় সাংবাদিকবৃন্দ।কর্মসূচী বিষয়ে সোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অন্যতম উদ্যোক্তা আলাউদ্দীন আদর বলেন আমাদের সংগঠনের এমন কর্মসূচী আজ নতুন নয়,খাবার পানি ও স্যালাইন বিতরণের কার্যক্রম এই সহ তাদের ৩য় তম আয়োজন।আমরা ইতোমধ্যে আরো বেশ কিছু সামাজিক কর্মসূচী বাস্তবায়ন করেছি।তীব্র গরমে হিটস্টোকের ঝুঁকি তৈরি হয়।মূলত সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা থেকেই এমন কিছু করা।উল্লেখ্য, ২০১২ সালে শাকিল মাহমুদ, আলাউদ্দীন আদর, আব্দুল হান্নান, কাজী হুমায়ূন ও মঞ্জুরুল এলাহী সহ উদীয়মান একঝাঁপ তরুণদের প্রচেষ্টায় আত্নপ্রকাশ পায় সোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন। ফেনী থেকে সংগঠনটির আত্মপ্রকাশ হলেও দেশব্যাপী কার্যক্রম সম্প্রসারণের চিন্তাও আছে উদ্যোক্তাদের।