ইয়াছির আরাফাত রুবেল
ফেনীর ঐতিহ্যবাহী সেন্ট্রাল হাই স্কুল প্রাঙ্গণে গত ২৭ অক্টোবর শনিবার অনুষ্ঠিত হয়েছে ফেনী সেন্ট্রাল হাই স্কুল ব্যাডমিন্টন টুর্ণামেন্ট-২০১৮ এর ফাইনাল খেলা। উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন ও ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার। ফেনী সেন্ট্রাল হাই স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি সাংবাদিক নুরুল করিম মজুমদারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ঢাকা কাওয়াসাকি ব্যাডমিন্টন ক্লাবের কোচ ওহিদুজ্জামান রাজু, বাংলাদেশ জাতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় শাপলা আক্তার, ফেনী ব্যাডমিন্টন একাডেমীর কোচ আব্দুল হান্নান ও ফেনী সেন্ট্রাল হাই স্কুলের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ম্যানেজিং কমিটির সদস্য তসলিম হাজারী এবং সিনিয়র সহকারী শিক্ষক রুহুল আমিন মজুমদার।
প্রধান অতিথি আমির হোসেন বাহার তার বক্তব্যে বলেন, বিদ্যালয়ে ব্যাডমিন্টন ও ভলিবল খেলোয়াড়দের প্রয়োজনীয় সরঞ্জাম ও সার্বিক সহযোগিতা করবেন এবং তিনি সব সময় খেলোয়াড়দের পাশে থাকার আশ্বাস দেন। অত্র বিদ্যালয়ের ১০৪ সেট ছাত্র-ছাত্রী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। তার মধ্যে ফাইনাল খেলায় উভয় দলের ১৬ সেটের ৩২ জন ছাত্র-ছাত্রী পুরস্কার লাভ করেন। উল্লেখ্য, গত ১ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়ে আসছে।