ফেনী সরকারি চাকরিতে ৩০ শতাংশ কোটা বহালের দাবিতে ফেনীতে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড।
শনিবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ফেনী ট্রাংক রোডের শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন জেলার মুক্তিযোদ্ধা, তাদের ওয়ারিশ এবং স্বাধীনতার স্বপক্ষের প্রায় কয়েক শতাধিক মানুষ।
কোটা ব্যবস্থা বহাল না হলে বাংলাদেশকে অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন ফেনীর মুক্তিযোদ্ধারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন ফেনী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আবদুল হান্নান, জেলা ডেপুটি কমান্ডার আবদুর রহমান মজুমদার, দাগনভূঞাঁ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শরীয়ত উল্লাহ বাঙ্গালী, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি রুপক হাজারীসহ আরও অনেকে।
চাকরিতে মুক্তিযোদ্ধা কোটাসহ সব ধরনের কোটা ব্যবস্থা বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে সারাদেশে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানেরা আন্দোলন অব্যাহত রেখেছ