ইয়াছির আরাফাত রুবেল>>> ফেনী শহরের বিরিঞ্চি ও দাগনভূঞা উপজেলার জায়লস্করে পৃথক ঘটনায় সোমবার সকালে দুই গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। জায়লস্করের ঘটনায় শ্বাশুড়ী ও বিরিঞ্চির ঘটনায় স্বামীকে আটক করা হযেছে। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, দাগনভূঞায় উপজেলার উত্তর জায়লস্কর গ্রামের মালেক মাষ্টার বাড়ি থেকে আরজুনা আক্তার (২০) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের শ্বাশুড়ী মাফিয়া খাতুনকে আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার উত্তর জায়লস্কর গ্রামের মৃত সৈয়দ আহম্মদের ছেলে একরামুল হক ছুট্টর সাথে ফেনী সদর উপজেলার বারাহিপুর গ্রামের মৃত আবু তাহেরের মেয়ে আরজুনার বিয়ে হয় সাত মাস পূর্বে। বিয়ের পর স্বামী তার বড় ভাইয়ের স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক রয়েছে এমন খবর জানতে পেরে উভয়ের মাঝে দাম্পত্য কলহ বেড়ে যায়। ওইদিন স্বামী স্ত্রীর মাঝে এ নিয়ে ঝগড়া হয়। প্রায় সময় শারিরীক ও মানসিক নির্যাতন সহ্য করতে হয়। এনিয়ে উভয়ের মাঝে মনমালিন্য চলে আসছিল দীর্ঘদিন যাবত। ঘটনার দিন সকালে আরজুনার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে বাড়ির লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী সদর হাসপাতালে প্রেরন করেছে। নিহতের মামা মো. হানিফ অভিযোগ করেন, তার ভাগ্নীকে, স্বামী ও পরিবারের লোকজন সারা রাত পিটিয়েও শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। তারা লোক মাধ্যমে খবর পাঠিয়েছে আরজুনা আত্নহত্যা করেছে। তিনি আরো বলেন, ভাগ্নীর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, ময়না তদন্তের রিপোর্টে বুঝা যাবে ঘটনাটি হত্যা না আত্নহত্যা। অপরদিকে ফেনী শহরের বিরিঞ্চি এলাকা থেকে ফারজানা আক্তার (২৫) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবার সূত্রে জানা যায়, বিরিঞ্চি এলাকার মাঈন উদ্দিনের ভাড়া বাসায় দীর্ঘদিন বসবাস করে স্বামী শাকিবুল হাসান এর পরিবার। রাতে খাবার খেয়ে ঘুমাতে যায় গৃহবধূ ফারজানা আক্তার। সকালে ৯টা পর্যন্ত ঘুম থেকে না উঠায় ও সাড়া শব্দ না পেয়ে আশপাশের লোকজন দরজা খুলে প্রবেশ করে গৃহবধুর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য স্বামী শাকিবুল হাসানকে আটক করেছে। স্থানীয়রা জানায়, স্বামী-স্ত্রীর মধ্যে দীঘদিন যাবত ঝগড়া বিবাদ লেগে থাকতো। বিগত কিছুদিন যাবত তাদের বনি বনা হচ্ছিল না। ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদ খান চৌধুরী লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী শাকিবুল হাসানকে আটক করা হয়েছে।