স্টাফ রিপোর্টার ঃ সুমাইয়া এন্টার প্রাইজ নামে ফেইসবুকে একাউন্ট খুলে ফেনী শহরের ব্যবসায়ী কাজী শাহআলম রিপনের নাম ও তার ছবি ব্যবহার করে কে বা কাহারা অপ্রাসঙ্গিক ও বিভ্রান্তি—কর তথ্য প্রচার করার অভিযোগ করছেন ফেনী শহরের বিকল্প বিদ্যুৎ (জেনারেটর) সার্ভিসের কাজী শাহআলম রিপন। রিপন জানান, তার আসল ফেইসবুক আইডি (সুমাইয়া এন্টারপ্রাইজ)। তার নামে খোলা ভুয়া আইডিটি বন্ধ করতে তিনি সকলের সহযোগিতা চাইছেন। এদিকে, ফেনীর আরেক ব্যবসায়ী আবুল কাশেম লিটন জানান, তার ছবি ও নাম ব্যবহার করে অপ্রাসঙ্গিক ও বিভ্রান্তি—কর তথ্য প্রচার করে তাকে ও তার ব্যবসায় প্রতিষ্ঠানের সুনাম খুন্ন করার জন্য তার নামেও হুবহু আরেকটি আইডি খুলেছে। এ ব্যাপারে ফেনী মডেল থানায় একটি সাধারণ ডায়েরী (নং-৯১৫) করা হয়। যারা এসব ভুয়া আইডি খুলে জনগণের মাঝে বিভ্রান্তি— সৃষ্টি করছে তাদের বির“দ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশিষ্টদের নিকট জোর দাবী জানাচ্ছে এবং ভুক্তভোগীরা যাতে কোন হয়রানির শিকার না হন সেদিকেও আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে যথাযথ ভূমিকা রাখতে হবে।