মহিপালে ময়লার স্তুপের জীবানু ছড়াচ্ছে বাতাসে। বিষিয়ে উঠছে আশপাশের পরিবেশ । এখানে মূলত্ব ফল ব্যবসায়ী ও হোটেল রেস্টুরেন্টের ময়লা পেলা হয়।নিয়মিত পরিস্কার না করার ফলে পোকা মাকড় ও জীবানুর জন্ম হচ্ছে। এতে করে এখানকার স্থায়ী ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকরা দূর্গন্ধে দূর্ভোগ পোহাচ্ছেন । অনেকে শ্বাস কষ্ট , সর্দি ও এলার্জি রোগে ভুগচ্ছেন।মজুদ হবার আগেই স্থায়ীভাবে ময়লা নিঃকাশন জরুরী বলে সচেতন মহল মনে করেন ।