ঈদের দিন ছিন্নমূল পথ শিশুদের নিয়ে পুরো ভিন্নরকম ঈদ আয়োজন ৩য় বারের মতন সম্পূর্ন করেছেন দিদার মজুমদার।তার ঈদ আয়োজনে ছিল সকালে পথ শিশুদের নিয়ে এক সাথে গোসল করে ঈদের নামায ফেনী মিজান ময়দানে আদায় করা এবং তাদের নিয়ে বাসায় আপ্যায়ন করা।দিনটির মাঝে আবার বিনোদনের জন্য তাদের নিয়ে পার্কেও যান।তাদের পুরোপুরি একটি ঈদ আনন্দ উপহার দিতে তিনি সব রকমের চেষ্টা করেছেন।অন্যান্য শিশুদের মতই হেসে খেলে কাটিয়েছে এই পথ শিশুরা।জানা যায় ২০১৬ সালে ছিন্নমূল অবহেলিত পথ শিশুদের ঈদ আয়োজনের কথা চিন্তা করেন তিনি।এসব পথ শিশুরা প্রতিদিনের ন্যায় ঈদের দিনটিতেও থাকে নানা ভাবে বঞ্চিত।একটু ভালো পোষাক কিংবা ভালো খাবার জোটে না ঈদের দিনটিতেও।তাই তাদের কথা ভেবে ১৬ সালে ঈদে এই ভিন্ন রকম ঈদ আয়োজনের কথা চিন্তা করেন এবং সফল ভাবে তিনি শেষও করেন।২০১৬ সালে ১০ জন শিশুদের নিয়ে শুরু করলেও ১৭ সালে তিনি বাড়িয়ে ২০ জনে করেছেন এবং এরই ধারাবাহিতায় এবার সুযোগ পেয়েছে ২২জন পথ শিশু দুজন প্রতিবন্ধী ও অসহায় দুটি পরিবারের চারজন।ওনার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,ঈদে অনেকেই নতুন নতুন পোষাক গরিবের মাঝে বিতরণ করেন।তাদের আয়োজনে বেশির ভাগ থাকে যাকাতের শাড়ি কিংবা লুঙ্গি ফলে বঞ্চিত থাকে এসব শিশুরা।আবার দেখা যায় কিছু মহল থেকে পথ শিশুদের মাঝে পোষাক বিতরণ করতে।কিন্তু তার আয়োজনের ভিন্নতাই হলো ঈদের দিনটির সকাল থেকে বিকাল পর্যন্ত তাদের সাথে থেকে পরিপুর্ন ভাবে একটি সুন্দর ঈদ উপহার দেওয়া।এটি করতে গিয়ে অনেকটাই হিমসিম খেলেও কাজটা আসলেই অনেক আনন্দের। তিনি আরো জানান এ কাজটি করতে যাদের সহযোগীতা পান সব সময় তারা সত্যিকারের মানবতার পরিচয় দেন এবং এ জন্য তিনি তাদের কাছে কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন।এ আয়োজনের সংগ্যে বিশেষ ভাবে সব সময় পাশে থেকে সহযোগীতা করেন চ্যানেল আই ফটোসাংবাদিক দুলাল তালুকদার তিনি তার প্রতিও বিশেষ ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।