ফেনীতে আজ ( ১১ জুন, ২০১৮) ভোক্তা অধিকার সংরক্ষণে মোবাইল কোর্ট পরিচালনা করে জেলা প্রশাসন, ফেনী। এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা। এ সময় শহরের বারাহীপুরের মজলিশপুর গ্রামে ইনট্যাক্ট হোম কেয়ার প্রোডাক্ট এ অভিযান পরিচালনা করা হয়। ভেতরে দেখা যায় বাজারের নামি দামি ডিটারজেন্ট নকল করে ভুয়া স্টিকার লাগিয়ে প্রস্তুত করা হচ্ছে ডিটারজেন্ট পাউডার। টাইড, বিন, রিন নামে এসব ডিটারজেন্ট বিক্রি হচ্ছে নোয়াখালী, নাটোরের সিংড়া, নওগার আত্রাই, পাবনার বেড়া ইত্যাদি অঞ্চলে। প্যাকেটের গায়ে লেখা মুক্তা ক্যামিকাল, এনায়েতপুর, সাভার অথচ প্রস্তুত হচ্ছে ফেনীর মজলিশপুরে। টাইড, হোয়াইট ডিটারজেন্ট প্রস্তুত করছে এই প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানের মালিক নজরুল করিম জাবেদ (৩৪) পণ্যের নকল প্রস্তুত করার জন্য ১ (এক) লক্ষ টাকা অর্থদন্ডে দন্ডিত করে আদালত। জব্দ করা হয় নকল ডিটারজেন্ট ও এটি প্রস্তুতের মেশিন। প্রতিষ্ঠানটির বৈধ পণ্য লিবাই সুগন্ধা ও লিবাই সুগন্ধি। অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর সুজন বড়ুয়া ও ব্যাটালিয়ান আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।