গত শুক্রবার, ২২ রমজান। পবিত্র রমজান মাস উপলক্ষে ঢাকাস্থ লস্করহাট এসোসিয়েশন-ফেনী’র ইফতার ও দোয়া মাহফিল অত্যন্ত সুন্দর ও সাবলীলভাবে ৫৪, পুরানা পল্টন (হাউজ বিল্ডিং/আজাদ প্রোডাক্টকস্ সংলগ্ন) ঢাকা-১০০০ সম্পন্ন হয়েছে। ইফতারের পূর্বে উক্ত ইফতার ও দোয়া মাহফিলের বক্তব্য প্রদান মূলক অনুষ্ঠানে উপস্থাপনার দ্বায়িত্বে ছিলেন, এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য ও ইফতার আয়োজন কমিটির আহবায়ক জনাব আবদুর রহিম এবং এসোসিয়েশনের যুগ্ম আহবায়ক জনাব কামরুল ইসলাম খোন্দকার। প্রথমেই পবিত্র কোরআন তেলোয়াত পাঠ করেন মুহাম্মদ শহিদুল্লাহ্ ভূইয়া। অনুষ্ঠানে স্টেজের আসন আলোকিত করেন, ১. জনাব শ্রদ্ধেয় একেএম জান-এ-আলম, চেয়ারম্যান- মোস্তফা এন্ড কোং, ডিলাক্স মেশিনারীজ। ২. জনাব এনামুল হক, ডিপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম)- সোনালী ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয়। ৩. জনাব মূসা খাঁন ভূইয়া, চেয়ারম্যান- জনতা বেইল এবং নবাবপুর ব্যবসায়ী সমিতির সভাপতি। ৪. জনাব মোহাম্মদ ইব্রাহীম, ইনচার্জ- সিআইডি সদর দফতর, মালিবাগ। ৫. জনাব গোলাম মাওলা, মধ্যম লক্ষীপুরের পরিচিতি মুখ। ৬. জনাব গিয়াস উদ্দিন দুলাল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, কচুয়া ভূইয়া বাড়ী। ৭. জনাব কামরুল হাসান, সাবেক ছাত্র নেতা- মোটবী। ৮. জনাব নুরুন নবী, ব্যবসায়ী- নবাবপুর, ঢাকা। ৯. জনাব আবুল কালাম, বিশিষ্ট ব্যবাসয়ী- ঢাকা সহ ১১নং মোটবী ইউনিয়নের দেশ বরেণ্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাদের সবাইকে ফুল ও বেচ দিয়ে বরণ করে নেয় ঢাকাস্থ লস্করহাট এসোসিয়েশন-ফেনী’র কার্যনির্বাহী কমিটি ও সম্মানীত সদস্যবৃন্দ। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ঢাকাস্থ লস্করহাট এসোসিয়েশন-ফেনী’র সদস্য সচিব জনাব এনামুল করিম সাহীদ প্রথমে বক্তব্য প্রদান করেন জনাব আবুল কালাম। এরপর বক্তব্য প্রদান করেন জনাব এনামুল হক, ডিপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম)- সোনালী ব্যাংক প্রধান কার্যালয়। এরপর বক্তব্য প্রদান করেন জনাব শ্রদ্ধেহ্ একেএম জান-এ-আলম, চেয়ারম্যান- মোস্তফা এন্ড কোং, ডিলাক্স মেশিনারীজ । বক্তব্য প্রদান শেষে ‘ঢাকাস্থ লস্করহাট এসোসিয়েশন-ফেনী’র’ সংগঠন এবং মুসলিম উম্মাহের জন্য মোনাজাত পরিচালনা করেন এসোসিয়েশনের আহবায়ক মুহাম্মদ এজহারুল হক। ইফতার কার্যক্রম শেষে এসোসিয়েশন আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলের আয়োজনকারী এবং অত্র এসোসিয়েশনের সাফল্য কামনা করেন। আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য: “ঢাকাস্থ লস্করহাট এসোসিয়েশন-ফেনী” ঢাকায় বসবাসরত বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গের মধ্যে সেতুবন্ধন তৈরী এবং এলাকার নানাবিধ উন্নয়নমুখী কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। অত্র এসোসিয়েশনের মাধ্যমে কল্যাণ ও সেবামূলক কার্যৃক্রম গ্রহন ও বাস্তবায়ন