ইয়াছির আরাফাত রুবেল ঃ গত বেশ কয়েকদিন যাবত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে চট্টগ্রাম এর ফোজদার হাট পর্যন্ত প্রায় ৮০ কিলোমিটার সড়কজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে যাত্রীভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে। ফেনীর ফতেহপুর এলাকার রেলওয়ে ক্রসিংয়ের ওভারপাস নির্মাণ কাজের কারণে সেটিকে কেন্দ্র করে এ যানজট দেখা দিয়েছে। যাত্রী ও চালকরা বলছেন, মাঝে মাঝে ধীর গতিতে যান চলাচল করলেও আবার যানজট লেগে যায়। যানজটের কারণে দূরপাল্লার যাত্রীবাহী বাসসহ বিভিন্ন ধরনের যানবাহন রাস্তায় আটকা পড়েছে। এতে এ মহাসড়কে চলাচলরত যাত্রীরা বিভিন্ন বিড়ম্বনায় পড়েছেন। বিশেষ করে মহিলা ও শিশুরা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে। যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে চট্টগ্রামের ফোজদার হাট পর্যন্ত ৮০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট প্রকট আকার । এ কারণে এর আশপাশের এলাকাগুলোর লোকজনকে অনেক সময় পায়ে হেঁটেই গন্তব্যে রওয়ানা হতে দেখা যায়। ট্রাক চালকদের অভিযোগ, েযাত্রীবাহী বাস প্রইভেট কার গুলো উল্ট পথে চলার কারনে যানজটের মুল কারন বলছে। পুলিশ ইচ্ছাকৃতভাবে আমাদের কাছে চাঁদা দাবী করে গাড়ী রং সাইডে যাওয়ার নির্দেশ দেয় যার কারণে যানজট আরো প্রকোট আকার ধারণ করে। রং সাইডে যাওয়ার পর আবারো আমরা হয়রানির শিকার হই। অপরপ্রান্তে দাঁড়িয়ে থাকা পুলিশ রং সাইডে কেন গাড়ি চালিয়ছি তাই আবারো চাঁদা দাবী করে। স্থানীয়রা জানান, ডাবল লাইনে গাড়ি চলাচলের সুযোগ থাকার পরও পুলিশ অন্যায়ভাবে ইচ্ছে করে এক লাইন বন্ধ করে আরেক লাইন চালু করে গাড়ি দাঁড় করিয়ে চাঁদা আদায় করে যানজটের সৃষ্টি করে। ফেনী মহিপাল হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনসার্চ আবদুল আওয়াল জানান, সকাল থেকেই যানজট লেগে আছে। যানজট নিরসনে কাজ করছে পুলিশ। এ যানজট নিরসনের লক্ষ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুর রেলওয়ে ওভারপাস এর একটি লেন আগামী ১৫ মের মধ্যে খুলে দেয়ার ঘোষণা দিয়েছেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। গত ৭ মে দুপুরে ফেনী সরকারি কলেজে হিসাব বিজ্ঞান বিভাগের বিদায়-বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আছে বলেই সারাদেশে উন্নয়ন হচ্ছে। ফেনীর মহিপালে ফ্লাইওভার হয়েছে। যদিও আমরা এখনো সুফল পাচ্ছি না। ওভারপাসের কারনে দীর্ঘ যানজট লেগে থাকে। ওভারপাস দ্রুত খুলে দিতে সংশ্লিষ্টদের সাথে কথা বলেছি। তারা ১৫ মে এর মধ্যে অন্তত একটি লেন খুলে দেবে বলে আশ্বস্ত করেছেন।’ প্রসঙ্গত; এর আগে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ওভারপাস এর নির্মাণ কাজ পরিদর্শনে এসে জুলাইয়ের মধ্যে এটি চালু হবে বলে ঘোষণা দেন।