এস এম সায়েম ঃ ফেনী শহরের প্রধান সড়কগুলোতে অবৈধ গাড়ি পার্কিং ও যত্রতত্র সিএনজি স্ট্যান্ডের কারনে প্রশস্ত রাস্তা দিন দিন সংকুচিত হয়ে আসছে। শহরে পুরাতন এবং নতুন মার্কেটগুলোতে কোন পার্কিংয়ের ব্যবস্থা না রাখার কারনে সেসব মার্কেটের গাড়িগুলো রাস্তায় পার্কিং করে রাখা হচ্ছে। অন্যদিকে, মানুষ চলাচলের ফুটপাতও হকারদের দখলে। শহরের প্রধান সড়কের বেশ কয়েকটি জায়গায় রয়েছে অবৈধ সিএনজি স্ট্যান্ড। খেজুর চত্বর থেকে শান্তি কো¤পানী রোড পর্যন্ত বেশ কয়েকটি সিএনজি, ইমা ও বাস স্ট্যান্ড চালু রয়েছে। সিএনজি স্ট্যান্ডগুলোর গন্তব্য স্থান হচ্ছে মোহাম্মদ আলী বাজার, জাহানপুর, শর্শদি এবং নতুন বাজার। আবার খেজুর চত্বর থেকে গুদাম কোয়াটার পর্যন্ত সিএনজি স্ট্যান্ডের গাড়িগুলোর গন্তব্য স্থান হচ্ছে সদর হাসপাতাল, জিএমহাট, ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম। এসব জায়গায় সিএনজি স্ট্যান্ডগুলো শহরের ব্যস্ততম সড়কে রাস্তার পাশে সবসময় বেআইনিভাবে দাঁড়িয়ে যাত্রী উঠানামা করেন। এতে করে প্রসারিত রাস্তা প্রতিনিয়তই সংকুচিত হয়ে আসছে এবং নিত্য যানযটের সৃষ্টি হচ্ছে। এসব যানযটের কারনে জেলার সদর হাসপাতালে রোগী নিয়ে যাতায়াত করতে প্রতিনিয়ত হিমশিম খেতে হচ্ছে। রাস্তায় এসব যানযটের কারনে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা যথাসময় পরীক্ষার হল ও স্কুল কলেজে পৌঁছাতে পারে না। অন্যদিকে, খেজুর চত্বর থেকে দাউদপুর ব্রীজ পর্যস্ত বেশ কয়েকটি সিএনজি, ইমা ও বাস স্ট্যান্ড রয়েছে। সিএনজি স্ট্যান্ডগুলো গন্তব্য স্থান তুলাবাড়ীয়া, লালপুল, কাতালিয়া, মধুপুর, কালিদহ, লস্করহাট, কুটিরহাট, সোনাগাজী, ডাক বাংলা। এসব স্ট্যান্ডগুলোর বিপুল সংখ্যাক গাড়ি যত্রতত্রভাবে রাস্তার উপর দাঁড়িয়ে থাকে। এছাড়া জেল রোড থেকে কলেজ রোড পযন্ত শতাধিক প্রাইভেট কার ও মাইক্রো বাস দাঁড়িয়ে থাকে। এ যেন গাড়ি প্রদর্শনীর মেলা বসেছে। প্রতিদিন এসব সিএনজি স্ট্যান্ড থেকে লক্ষ লক্ষ টাকা চাঁদা আদায় হয় বলে অভিযোগ রয়েছে। এসব যেন দেখার কেউ নেই। সচেতন ফেনীবাসী মনে করে এসব সিএনজি স্ট্যান্ডগুলো শহরের ব্যাস্ততম সড়ক থেকে অন্যত্র সরিয়ে নিয়ে নির্দিষ্ট স্ট্যান্ডে দাঁড়ানোর ব্যবস্থা করলে শহরের যানযট অনেকটা কমে যাবে। এ ব্যাপারে ফেনী পৌরসভার প্যানেল মেয়র আশরাফুল আলম গিটার এ প্রতিবেদককে জানান, সিএনজি স্ট্যান্ডগুলোর জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করে দেয়া হয়েছে। তবে শহরের ব্যস্ততম সড়কে সিএনজি স্ট্যান্ড রাখার কোন নিয়ম নেই। পৌরসভা এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।