ভুয়া ডাক্তারের দৌরাত্ম্য বন্ধ করতে আজ দিনব্যাপী অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন, ফেনী। অভিযানে নেতৃত্ব প্রদান করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা। এ সময় শহরের ট্রাংক রোডের লাইফ লাইন ডেন্টাল কেয়ারের মালিক ডেন্টিস্ট এম. ইকবাল হোসাইনকে কোন সনদ ছাড়াই ডাক্তারি করতে দেখা যায়। আদালত এম. ইকবাল হোসাইনকে ১০০,০০০/- টাকা অর্থদন্ডে দন্ডিত করেন আদালত। এস.এস.কে রোডের নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টারে ভুয়া ডাক্তার সাইফুল ইসলামকে চেম্বার করার সুযোগ দেওয়ায় প্রতিষ্ঠানের মালিক আলাউদ্দিন আলো (৩২) ৩০,০০০/- টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। অভিযানে সিভিল সার্জন কার্যালয়ে মেডিক্যাল অফিসার, সিভিল সার্জন ডা: রুবাইয়াৎ বিন করিম ও স্যানিটারি ইন্সপেক্টর সুজন বড়ুয়া ও জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।