প্রেস বিজ্ঞপ্তি :
ফেনী প্রেস কাবের উদ্যোগে বৃহস্পতিবার বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে। দিবসটির শুরুতে জেলা পরিষদ চত্বরের সামনে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে জেলা পরিষদের ড. সেলিম আল দীন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ ফেনীর উপ-পরিচালক দেবময় দেওয়ান।
ফেনী প্রেস কাবের সভাপতি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া’র সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আর.এম আরিফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নুরুল আফসার ভূঞা, ফেনী প্রেসকাবের সাবেক সভাপতি নুরুল করিম মজুমদার, প্রথম আলো নিজস্ব প্রতিনিধি আবু তাহের, সময় টিভির ফেনী ব্যুরো চিপ বখতেয়ার ইসলাম মুননা, ফেনী খবর সম্পাদক রবিউল হক রবি, বিটিভির ফেনী প্রতিনিধি শওকত মাহমুদ। বক্তব্য রাখেন সাংবাদিক নাজমুল হক শামীম, শাহজালাল ভূঞা, আবদুল্লাহ আল-মামুন, মুহিববুল্লাহ ফরহাদ। এসময় ফেনীতে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সংবাদ সংগ্রহ ও প্রকাশ করতে গিয়ে সংবাদকর্মীরা নানাভাবে হয়রানি, হুমকি, ধমকি, হামলা-মামলার শিকারের ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাদারিত্ব নিশ্চিত করতে প্রেস কাউন্সিলের মাধ্যমে আইন প্রনয়নের জন্য সরকারের প্রতি আহŸান জানান।