নিজস্ব প্রতিনিধি>> ফেনীতে ড. সেলিম আলদীনের নামে লটারী তথা জুয়া বন্ধের দাবীতে মানববন্ধন করেছে সচেতন ফেনীবাসী । সোমবার বেলা সাড়ে ১১ টায় ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ইডিপ্নিডেন্ট টিভির ফেনী প্রতিনিধি নাজমুল হক শমীমের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, ডিবিসি নিউজ ফেনী জেলা প্রতিনিধি আবু তাহের ভুইয়া, সময় টিভি রিপোর্টার আতিয়ার সজল, নিউজ24 এর ফেনী প্রতিনিধি দিলদার হোসেন স্বপন, এসএ টিভির প্রতিনিধি মাইনুল রাসেল, নাট্যকার কবি ইকবাল মাহম্মুদ, বাংলা নিউজ24 এর স্টাফ রিপোর্টার ডালিম হাজারী, সাপ্তাহিক হকার্সের স্টাফ রিপোর্টার ইয়াছির আরাফাত রুবেল , সোনাগাজী প্রেস ক্লাবের একাংশের সভাপতি সৈয়দ মনির, গোল্ড়েন শিশু পার্ক চেয়ারম্যান সাজু, ফেনী প্রথম আলো বন্দু সভার সভাপতি, বিশিষ্ট্য ব্যবসায়ী ফজলুল কাদের চৌধুরী শামিম প্রমুখ । পরে ফেনী জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেন সচেতন ফেনীবাসী ।