ডেক্স রিপোর্ট > > ফেনীতে ভোক্তা অধিকার সংরক্ষণে মঙ্গলবার মোবাইল কোর্ট পরিচালনা করে জেলা প্রশাসন। এসময় নকল ঘি বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা অর্থদন্ড এবং প্রায় অর্ধ টন নকল ঘি জব্দ ও ধ্বংস করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা জানান,ভোক্তা অধিকার সংরক্ষণে মঙ্গলবার মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।এ সময় ফেনীর ভিতরের বাজারে অনুমোদীনহীনভাবে নকল ঘি (ভিআইপি ও শাহী ব্রান্ডের ঘি )বিক্রির দায়ে আটক করা হয় ফেনীর তাকিয়া রোডের বড় বাজারের নতুন বাজার রোডে ব্যবসায়ী মো: আনোয়ার হোসেনকে। এই দুটো কোম্পানির কোন অস্তিত্ব নেই, এবং এখানে ব্যবহৃত বিএসটিআই এর সিল নকল। এ অপরাধে মো: আনোয়ার হোসেনকে (৪০) ৫০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেন আদালত। জব্দ করা হয় ৪০৮ কেজি ঘি।
এদিকে শহরের পৌর হকার্স মার্কেটে এই নকল ঘি বিক্রির দায়ে বন্দুয়া এন্টারপ্রাইজের আবুল বাশারকে (৩১) ২০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। জব্দ করা হয় ১০ লিটার ঘি। পরে জব্দকৃত ঘি ধ্বংস করা হয়।
এছাড়াও অভিযান পরিচালনা করা হয় ফেনীর পেট্রোল পাম্প গুলোতে। পাম্পগুলো হল কলেজ রোডের মেসার্স আব্দুল কুদ্দুস পাম্প, মহিপালের হাজী নজির আহম্মেদ ফিলিং স্টেশন, মহিপাল ফিলিং স্টেশন, স্টার লাইন ফিলিং স্টেশন, মুহুরী ফিলিং স্টেশন। এ সময় পাম্পগুলোতে মাপে ডিজেল, অকটেন ও পেট্রোল সঠিক পাওয়া যায়।
অভিযানে উপস্থিত ছিলেন বিএসটিআই পরিদর্শক সাইফুর রহমান, ফিল্ড অফিসার আশিকুজ্জামান, পদ্মা, মেঘনা, যমুনা ওয়েলের ডেপুটি সেলস অফিসার, স্যানিটারি ইন্সপেক্টর কৃষ্ণময় বণিক ও ব্যাটালিয়ান আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।