লোকমান বিএসসি- পুলিশই জনতা, জনতাই পুলিশ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফুলগাজী থানার উদ্দ্যোগে কমিউনিটি পুলিশিং ডে ২০১৭ উপলক্ষে আলোচনা সভা ও বর্নাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। কমিউনিটি পুলিশের সদস্য হবো, অপরাধ প্রতিরোধে অংশ নিব। রুখতে হবে জঙ্গীবাদ, এই হোক অঙ্গিকার। আপনার সন্তানকে পারিবারিক বন্ধনে রাখুন,জঙ্গী হওয়া থেকে বিরত রাখুন ইত্যাদি ফেস্টুন, ব্যানার ও প্লেকার্ড সমৃদ্ধ হয়ে শবিবার সকাল ১০ টায় ফুলগাজী থানা চত্বর থেকে র্যালীটি শুরু হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনায় মিলিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( ফেনী সদর সার্কেল) ও কমিউনিটি পুলিশিং এর প্রধান উপদেষ্টা উক্য সিং। ফুলগাজী থানা অফিসার ইনচার্জ (ওসি) এমএম মুর্শেদ পিপিএম'র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আলিম, মহিলা ভাইস চেয়ারম্যান মন্জুরা আজিজ, উপজেলা নির্বাহি অফিসার কিসিঞ্জার চাকমা, ফুলগাজী উপজেলা কমিউনিটি পুলিশ ফোরামের আহবায়ক ও উপজেলা আ'লীগের ভারপ্রাপ্ত সভাপতি জামাল উদ্দিন, সদস্য সচিব ও আনন্দপুর ইউপি চেয়ারম্যান হারুন মজুমদার।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফুলগাজী থানার ওসি (তদন্ত) পান্না লাল বড়ুয়া, ফুলগাজী সদর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, মুন্সীরহাট ইউপি চেয়ারম্যান ভিপি নুরুল আমিন, জিএমহাট ইউপি চেয়ারম্যান মজিবুল হক, ফুলগাজী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দিন, উপজেলা জাসদ সভাপতি আবুল খায়ের প্রমুখ।