![ফেনী শহরের এস এস কে সড়কে রাস্তার পাশে দোকানের মাল ও নির্মাণাধীন ভবন মার্কেটের কাঁচা মাল অপসারন। ফেনী শহরের এস এস কে সড়কে রাস্তার পাশে দোকানের মাল ও নির্মাণাধীন ভবন মার্কেটের কাঁচা মাল অপসারন।](http://hawkars.com/uploads/images/20543000_1051616004973231_1902436485_o_copy.jpg)
শহর প্রতিনিধি : আজ সকাল ১১ টার দিকে শহরের এস এস কে সড়কে ফেনী পৌরসভার 10 নং ওয়ার্ডে এর কাউন্সিলর মাহতাব মুন্না এর উদ্যোগে রাস্তার পাশে নির্মাণাধীন ভবনের মালামাল সহ দোকানীদের দোকানের পুন্য অপসারন করেন।দোকানের মালামাল রাস্তায় হাঁটার সমস্যা ও ভবন তৈরির সরঞ্জামাদি প্রধান সড়ক এস এস কে রোড়ের প্রতিনিয়ত যানযটের অন্যতম কারন বলে জানিয়েছেন ১০ নং ওয়ার্ড কাউন্সিলর।স্থানীয়দের মতে এসব অপসারনে যানযট কিছুটা কমবে বলে তারা মনে করেন এবং এমন উদ্যোগকে তারা স্বাগত জানিয়েছেন।