পবিত্র আল আকসা মসজিদে মুসল্লিদের খুন ও নামাজ বন্ধের ধৃষ্টতার প্রতিবাদে ২৯ জুলাই শনিবার বিকেলে ফেনী দোয়েল চত্বর ট্র্যাংক রোড়ে বিশ্ব সুন্নী আন্দোলন, বাংলাদেশ ফেনী জেলা শাখার উদ্যোগে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে দিক নির্দেশনা প্রদান করেন বিশ্ব সুন্নী আন্দোলন এর প্রতিষ্ঠাতা এবং আহলে সুন্নাতের নির্দেশিত জীবন ব্যবস্থার মানবিক রূপরেখা খেলাফতে ইনসানিয়াত তথা সর্বজনীন মানবিক রাষ্ট্রব্যবস্থা ও মুক্ত মানবতার অখন্ড বিশ্বব্যবস্থার দিকদর্শন বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক ইমাম হায়াত। বিশিষ্ঠ পীর মাশায়েখ, শিক্ষাবিদ এতে উপস্থিত ছিলেন।
আল্লামা আবদুল্লাহ আনসারি এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- মাওলানা সাখাওয়াত, মাওলানা মনির হোসেন, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা আবদুল মোমিন। বক্তাগণ দুনিয়ার সর্বত্র ধর্মরাষ্ট্রের নামে চরম অধর্ম উগ্রবাদী ইহুদীবাদী হিং¯্র পাশবিক অবৈধ ইসরায়ীলী স্বৈরদস্যুতন্ত্রের রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরূদ্ধে বিশ্ব মানবতা ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বক্তাগণ বলেন, পাশবিক শক্তির নৃশংসতা হত্যা ও ধৃষ্টতার বিরূদ্ধে কেবল প্রতিবাদ মানববন্ধন ও নিন্দা জানানোই যথেষ্ট নয়, সত্য ও মানবতা বিরোধী খুনী অপশক্তির বিরূদ্ধে সত্যপ্রিয় সকল মানুষকে কার্যকর ভূমিকা পালনে এগিয়ে আসতে হবে।
তাঁরা বলেন, দুনিয়াব্যাপী সিরিয়া-ইরাক-লিবিয়া-ইন্ডিয়া এবং আরাকানসহ বিভিন্ন জায়গায় ধর্ম-জাতি-গোত্র বিভিন্ন ছদ্মবেশে মানবতার শত্রু অধর্ম হিংস্র উগ্রবাদ সাম্প্রদায়িক গোষ্ঠি ভয়াবহ হত্যাকান্ড ও ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। সত্য-ন্যায়-মানবতা-স্বাধীনতা-নিরাপত্তা-অধিকার ও বিবেকের ধারক শান্তিকামী সকল মানুষের ঐক্যবদ্ধ ও
সংগঠিত উদয় উত্থান আহ্বান জানিয়ে বক্তাগন বলেন, মানবিক রাষ্ট্র ও মুক্ত মানবতার অখন্ড বিশ্বব্যবস্থা তথা খেলাফতে ইনসানিয়াত প্রতিষ্ঠা করার মাধ্যমেই সকল মানবতা বিধ্বংসী অপশক্তির কবল থেকে সমগ্র মানবমন্ডলীর উদ্ধার ও মুক্তি সম্ভব।