![ফেনীতে শ্রেষ্ঠ মনোসেক্স পোনা উৎপাদনকারীর পুরস্কার পেলেন মহিউদ্দিন আহমেদ ফেনীতে শ্রেষ্ঠ মনোসেক্স পোনা উৎপাদনকারীর পুরস্কার পেলেন মহিউদ্দিন আহমেদ](http://hawkars.com/uploads/images/20354008_1823787447636000_1110964446_o.jpg)
মোতাহের হোসেন ইমরান : জাতীয় মৎস্য সপ্তাহ'১৭ উপলক্ষে ফেনী জেলায় শ্রেষ্ঠ মনোসেক্স পোনা উৎপাদনকারীর পুরস্কার পেলেন সোনাগাজীর এম আর হ্যাচারীর স্বত্তাধিকারী মহিউদ্দিন আহমেদ। জাতীয় মৎস্য সপ্তাহ'১৭ উদযাপন উপলক্ষে ফেনী জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা মৎস্য কর্মকর্তা ড. মো: মনিরুজ্জামানের সভাপতিত্বে জেলায় শ্রেষ্ঠ মৎস্য প্রকল্প মূল্যায়ন, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান সোমবার সকালে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক (রুঃ দাঃ) ও স্থানীয় সরকার উপ-পরিচালক আবু দাউদ মোঃ গোলাম মোস্তফা।বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রহমান বিকম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবময় দেওয়ান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জিয়াউর রহমান, জেলা সমাজসেবা কর্মকর্তা মোস্তফা মোস্তাকুর রহিম খাঁন। উল্লেখ্য, ২০১৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট থেকে জাতীয় যুব পুরস্কার লাভ করেন এবং যুব পুরস্কার প্রাপ্তির সুবাধে বাংলাদেশের যুবকদের প্রতিনিধি হিসেবে চায়না সরকারের আমন্ত্রনে ৫দিনের রাষ্ট্রীয় সফর করেন।২০১৩ সালে মৎস্য মন্ত্রনালয় কর্তৃক আয়োজিত কেন্দ্রীয় মৎস্য মেলায় প্রযুক্তিতে সারাদেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেন।২০১৪ সালে ফেনী জেলা পর্যায়ে শ্রেষ্ঠ মনোসেক্স পোনা উৎপাদনকারীর পুরস্কার লাভ করেন।