![চরচান্দিয়ার সওদাগরহাটে জলাবদ্ধতা নিরসনে সমাধানের আশ্বাস দিলেন চেয়ারম্যান মিলন চরচান্দিয়ার সওদাগরহাটে জলাবদ্ধতা নিরসনে সমাধানের আশ্বাস দিলেন চেয়ারম্যান মিলন](http://hawkars.com/uploads/images/20273483_1822315781116500_1695810908_o.jpg)
মোতাহের হোসেন ইমরান : সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়ন পুরাতন সওদাগর হাট সংলগ্ন প্লাবিত অঞ্চল ও বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া মিয়াজি সড়ক, জাহিদ সড়ক ও হায়দারিয়া মাদ্রাসা সড়ক পরিদর্শন করেন চরচান্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন। রবিবার দুপুর ২টায় তিনি প্লাবিত অঞ্চল ও সড়ক পরিদর্শন করেন। প্লাবিত অঞ্চল পরিদর্শন শেষে তিনি বলেন, জনগনের দুর্ভোগে তিনি ব্যথিত। আগামী বৃহস্পতিবার অত্র অঞ্চলের মানুষের সাথে বসে যৌথ সিদ্ধান্ত গ্রহন করে ইসলামপুর থেকে শুরু পুরাতন সওদাগরহাট পর্যন্ত স্থায়ী ভাবে পানি চলাচলের জন্য পুরাতন কালবার্ট সংস্কার, পাইপ সংস্কার, নতুন পাইপ স্থাপন করে জলাবদ্ধতা নিরসনে সিদ্ধান্ত গ্রহন করা হবে। এছাড়াও আগামীকাল সোমবার পানি চলাচলের জন্য নতুন করে পাইপ স্থাপন করার কথা বলেন চেয়ারম্যান।