![এইচএসসি ও আলিমে সোনাগাজীতে কেউ জিপিএ-৫ পায়নি এইচএসসিতে ফলাফল বিপর্যয় এইচএসসি ও আলিমে সোনাগাজীতে কেউ জিপিএ-৫ পায়নি এইচএসসিতে ফলাফল বিপর্যয়](http://hawkars.com/uploads/images/1462956031.gif)
মোতাহের হোসেন ইমরান : সোনাগাজীতে ২০১৭ এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের ফলাফল প্রকাশ হয়েছে। সোনাগাজীর কলেজগুলোতে ফলাফল বিপর্যয় হয়েছে।সোনাগাজী সরকারী ডিগ্রী কলেজ থেকে এ বছর ৩৯০ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে ৯২ জন পাশ করেছে, পাশের হার ২৩.৫৯%। বক্তারমুন্সী শেখ শহিদুল ইসলাম ডিগ্রী কলেজ থেকে ৪৩০ জন এর মধ্যে পাস করেছে ১৩৩ জন, পাশের হার ৩০.৭২%। এনায়েত উল্যাহ মহিলা কলেজ থেকে ১৫৮ জনের মধ্যে ৬৮জন পাস করেছে, পাশের হার ৪৩.০৪%।আমিরাবাদ বিসি লাহা স্কুল এন্ড কলেজ থেকে ৫৭ জনের মধ্যে ০৯ জন পাশ করেছে, পাশের হার ১৬%। অন্যদিকে আলিম পরীক্ষার্থীরা ভালো ফলাফল করলেও কেউ জিপিএ ফাইভ পায়নি। সোনাগাজী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা থেকে এ বছর ১৭২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১৫৫ জন পাশ করেছে, পাশের হার ৯০.০১%। বক্তারমুন্সী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা থেকে ৮৩ জন অংশগ্রহন করে পাস করেছে শতভাগ। চর লক্ষীগঞ্জ ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা থেকে ৩১ জনের মধ্যে পাস করেছে ২৮ জন, পাশের হার ৯০.০৩%। দারোগার হাট আলিম মাদ্রাসার পাশের হার ৮৩.০৩%।আমিরাবাদ মোশারফ-মোয়াজ্জেম আলিম মাদ্রাসা ও ওসমানিয়া আলিম মাদ্রাসা শতভাগ পাশ করেছে।