মোতাহের হোসেন ইমরান : সোনাগাজী উপজেলায় ১০০ মেগাওয়াট সৌর ও ১০০ মেগাওয়াট বায়ুচালিত বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের লক্ষ্যে ভুমি অধিগ্রহন প্রকল্পের চেক বিতরন অনুষ্ঠান শনিবার সকালে উপজেলার আদর্শগ্রাম এলাকায় অনুষ্ঠিত হয়েছে। ফেনী জেলা প্রশাসক মনোজ কুমার রায়ের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কুল প্রদীপ চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সচিব ড. আহমদ কায়কাউস। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত সচিব ও ইজিসিবি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এ এম মনসুর উল-আলম।অনুষ্ঠানে বক্তব্য রাখেন, , সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিনহাজুর রহমান, সোনাগাজী পৌর মেয়র এড. রফিকুল ইসলাম খোকন। চেক গ্রহন করেন আবু সুফিয়ান, আহাম্মদ উল্লাহ, মফিজুল হক, মো: ফজলুল হক, মো: আবুল কালাম।