মারা গেলেন মুক্তিযোদ্ধা আব্দুল হাই
সংবাদদাতা :
ফেনী সদর উপজেলার ৯নং লেমুয়া ইউনিয়নের নেয়াজপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আর নেই। বুধবার (২০ আগস্ট) দুপুরে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাদ আসর নেয়াজপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজার পূর্বে ফেনী জেলা প্রশাসনের পক্ষ থেকে মরহুমকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় বিভিন্ন ইউনিয়ন ও সদরের অসংখ্য মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর স্ত্রী পূর্বেই ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত