ঢাকাস্থ ফেনী সদর উন্নয়ন পরিষদের
প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
সংবাদদাতা :
রাজধানীর কাকরাইলে আইডিইবি মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে ঢাকায় বসবাসরত ফেনী সদর ও পৌরসভার বাসিন্দাদের নিয়ে মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে এক প্রীতি সমাবেশ ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মো: তাহের সাবেক এমপি।
বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী ফেনী জেলার সাবেক আমীর অধ্যাপক লিয়াকত আলী ভূইয়া, ফেনী জেলা জামায়াতের আমীর মুফতি আবদুল হান্নান, ঢাকা মহানগর উত্তর জামায়াতের সহকারী সেক্রেটারি ডা: ফখরুদ্দিন মানিক। সভাপতিত্ব করেন ঢাকাস্থ ফেনী সদর উন্নয়ন পরিষদের আহবায়ক কবির আহমদ। সমাবেশের সঞ্চালনা করেন ফেনী সদর উন্নয়ন পরিষদের সদস্য সচিব আতিকুর রহমান। প্রীতি সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আবু ইউসুফ, ফেনী ফোরাম ঢাকা'র সাবেক সভাপতি ডা: মাহমুদুল হক, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবদুর রহীম, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের কর্মপরিষদ সদস্য এডভোকেট জসীম উদ্দিন তালুকদার, জেলা জামায়াতের প্রচার সেক্রেটারি আনম আবদুর রহীম, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা নাদেরুজ্জামান, ফেনী পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা সামাউন হাসান, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক শিহাব উদ্দিন।
বিশেষ অতিথি অধ্যাপক লিয়াকত আলী ভূইঁয়া বলেন- "আমাদের ফেনীর কৃতি সন্তান হিসেবে ফেনীর উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করতে হবে। ফেনীতে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং আধুনিক সেনানিবাস করার জন্য আমাদের সকলকে ভূমিকা পালন করতে হবে।"
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত