সাহসী সাংবাদিক সম্মাননা পেলেন
শফি উল্লাহ রিপন
ফেনী প্রতিনিধি :
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট কর্তৃক জুলাই গণঅভ্যুত্থানে পেশাগত দায়িত্ব পালনে সাহসী ও ইতিবাচক ভূমিকা পালনের জন্য আহত ও সাহসী সাংবাদিক সম্মাননা পেয়েছেন দৈনিক দেশ রূপান্তর ও ইউএনবির ফেনী জেলা প্রতিনিধি মোঃ শফি উল্লাহ রিপন। 
রোববার (৩ আগস্ট) বিকেলে তথ্য ভবনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাংবাদিক-পরিবার ও আহত সাংবাদিকদের সম্মাননা প্রদান করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা প্রদান করেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাউসার আহম্মেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার নিজামুল কবীর, গণযোগাযোগ অধিদপ্তরে মহাপরিচালক ফায়জুল হক, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক (ডিজি) ফারুক ওয়াসিফ প্রমুখ।
এ সময় সারা দেশব্যাপী আহত ও সাহসী সাংবাদিকতার জন্য নিহত সাত জনের পরিবারকে ও আহত ১৯২ জনকে ক্রেস্ট, সনদ ও সম্মাননা প্রদান করা হয়। ফেনী জেলা থেকে পাঁচজনকে এ সম্মাননা প্রদান করা হয়।
উল্লেখ্য, গত বছরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক শফিউল্লাহ শারীরিকভাবে আহত ও ব্যবহৃত মোটরসাইকেলটি পুড়িয়ে দেওয়া হয়।                        
						
				
				
								
				নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত

          
                                
                                
                                
                                
                                
                                
	                
	                
	                
	                
  
    












