 
                      
                    
                    
                    
                        
                        পরশুরামে মিশন হেল্প ফাউন্ডেশনের উদ্যোগে
১৩ নারীকে সেলাই মেশিন উপহার
পরশুরাম প্রতিনিধি:
পরশুরামে স্বেচ্ছাসেবী সংগঠন মিশন হেল্প ফাউন্ডেশন থেকে কর্মমুখী ও অসচ্ছল ১৩ জন নারীকে সেলাই মেশিন দেয়া হয়েছে। রবিবার( ৬ জুলাই) সকালে স্থানীয় একটি অডিটোরিয়ামে স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার ১৩ জন নারীর মাঝে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি ইমাম হোসেন সজীবের সভাপতিত্বে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম। 
সহ সাধারণ সম্পাদক আবদুল কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক লোকমান হোসেন। বিশেষ অতিথি ছিলেন পরশুরাম উপজেলা বিএনপির আহবায়ক ও চিথলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান  আবদুল হালিম মানিক, জামায়াতে ইসলামীর উপজেলা আমির অধ্যাপক মাওলানা আবদুল হালিম, ফেনী জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট এমদাদ হোসাইন, জনতার অধিকার পার্টির চেয়ারম্যান তরিকুল ইসলাম ভূঁইয়া, পরশুরাম প্রেস ক্লাবে সভাপতি এমএ হাসান, পৌর জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ মোস্তফা,ইসলামী আন্দোলনের উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোবারক হোসেন নুরপুরী, গুথুমা কেবি আজিজ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাওলানা এমরান উদ্দিন মজুমদার। 
অনুষ্ঠানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ১৩ জন নারীকে সেলাই মেশিন তুলে দেন।                        
 
						
				
				
								
				নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত

 
           
                                _21-02-2018.jpg) 
                                 
                                 
                                 
                                _11-7-2017_(3).jpg) 
                                 
	                 
	                 
	                 
	                 
  
    













