 
                      
                    
                    
                    
                        
                        পরশুরামে আবু তালেবকে বণিক সমিতির শুভেচ্ছা
পরশুরাম প্রতিনিধি :
ফেনীর পরশুরামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য পরশুরাম পৌরসভার সাবেক মেয়র আবু তালেবকে হজ্ব পরবর্তী ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন পরশুরাম বণিক সমিতির সদস্যরা।
এসময় তিনি বাজার ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন পরশুরাম বণিক সমিতি দীর্ঘদিন অবহেলিত অবস্থায় আছে। বণিক সমিতি মানুষের কল্যাণে কাজে লাগাতে হলে সৎ সাহসী লোকদেরকে দিয়ে নতুন করে একটি সুন্দর কমিটি গঠন করতে হবে। যে কমিটির মাধ্যমে বাজারের ব্যবসায়ীরা তাদের চাওয়া পাওয়া এবং তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। সোমবার (৩০ জুন) রাত ১০টার সময় বণিক সমিতির অফিসে এই সম্বর্ধনা অনুষ্ঠিত হয়। 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহবায়ক কাজী ইউসুফ মাহফুজ, পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুল হক মজুমদার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মঈদ ভূইয়া রাজন। পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিছফাকুছ সামাদ রনি। উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুল আলম শাকিল। ব্যবসায়ী দাউদ, ব্যবসায়ী রফিকুল আলম চৌধুরী। উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক বাহার উদ্দিন সর্দার, ব্যবসায়ী মোঃ মহিউদ্দিন। উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব কবির উদ্দিন, বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি দাউদ। জিয়া মঞ্চ চট্টগ্রাম বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক নুর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তারেক হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতাহার হোসেন পাপরুল,সদস্য সচিব কামরুল হাসান চৌধুরী বাবু, পৌর তাঁতি দলের আহ্বায়ক সিরাজুল হক সিরাজ, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন মৃদুল প্রমুখ।                         
 
						
				
				
								
				নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত

 
           
                                _21-02-2018.jpg) 
                                 
                                 
                                 
                                _11-7-2017_(3).jpg) 
                                 
	                 
	                 
	                 
	                 
  
    













