 
                      
                    
                    
                    
                        
                        নাসিম কলেজে অধ্যক্ষের দায়িত্বে
প্রফেসর দিদারুল আলম
পরশুরাম প্রতিনিধি ঃ
পরশুরামে আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলেজের অধ্যক্ষ পদে যোগদান করেন প্রফেসর ক্যাপ্টেন (অব.) মোহাম্মদ দিদারুল আলম। তিনি গত ২৩ জুন অধ্যক্ষ পদে আনুষ্ঠানিক যোগদান করেন। প্রফেসর ক্যাপ্টেন (অব.) মোহাম্মদ দিদারুল আলম এর আগে সীতাকুন্ড সরকারি মহিলা কলেজে লেকচারার হিসেবে ১৯৯৪ সালে যোগদান করেন এবং অধ্যক্ষ পদে প্রদায়ন হয়ে ২০০৪ সালে অবসর গ্রহণ করেন। একই প্রতিষ্ঠানে তিনি ৩০ বছর চাকরি করেন। 
তিনি ক্যাপটেন্ট শামসুল হুদা হাইস্কুলে ১৯৮৪ সালে যোগদান করেন এবং ১৯৮৬ সাল পর্যন্ত শিক্ষকতা করেন এবং সীতাকুন্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে ১৯৮৭ সাল থেকে ১৯৮৪ সাল পর্যন্ত শিক্ষকতা করেন। মাধ্যমিক স্কুলে ১০ বছর শিক্ষকতা করেন। 
তিনি ২০০৫ সালে পিইউও (প্রফেসর আন্ডার অফিসার) হিসেবে বিএনসিসি (বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর) আর্মি শাখাং যোগদান করেন। ২০০৬ সালে বিএমএ (বাংলাদেশ মিলিটারি একাডেমি) হতে প্রি কমিশন ট্রেনিং সম্পন্ন করেন। ২০০৮ সালে সেকেন্ড লেফটেন্যান্ট পদে পদোন্নতি লাভ করেন। ২০১৬ সালে লেফটেন্যান্ট পদে পদোন্নতি লাভ করেন। ২০২০ সালে ক্যাপ্টেন পদে পদোন্নতি লাভ করেন।
সর্বশেষে কর্ণফুলী রেজিমেন্ট, চট্টগ্রাম এ ১৪ বিএনসিসি ব্যাটালিয়ন কমান্ডার হিসেব দায়িত্ব পালন করেন। ফেনীর উত্তর অঞ্চলে এই সুনাম ধন্য বিদ্যাপীঠ আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলেজের অধ্যক্ষ পদে দায়িত্ব পালনে তিনি সবার সহযোগিতা কামনা করেন।                        
 
						
				
				
								
				নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত

 
           
                                _21-02-2018.jpg) 
                                 
                                 
                                 
                                _11-7-2017_(3).jpg) 
                                 
	                 
	                 
	                 
	                 
  
    













