জেলা তথ্য অফিসে উদ্যোগে
ফুলগাজীতে নারী সমাবেশ ও মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক :
ফেনী জেলার ফুলগাজী উপজেলার জিএমহাট ইউনিয়নের রাহাতেন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে জেলা তথ্য অফিসের উদ্যোগে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
তথ্য অফিসার এস এম আল আমিন এর সভাপতিত্বে উক্ত নারী সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেদা খানম চৌধুরী, নারী উদ্যোক্তা এবং প্লাস এনজিও এর নির্বাহী পরিচালক জোহরা আক্তার রুমা। আরো উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক শংকর চন্দ্র সূত্রধর, মুহা: নুরুল ইসলাম এবং মুকুন্দ কুমার পাল।
স্বাগত বক্তব্যে সাহেদা খানম চৌধুরী বলেন ‘আমাদের সমাজে বর্তমানে মেয়ে শিশুরা অনেক পিছিয়ে আছে। নারীর মর্যাদা প্রতিষ্ঠা করতে হলে মেয়েদের স্বাবলম্বী হবার কোনো বিকল্প নেই। মেয়েরা শুধু রান্না করার জন্য শিক্ষা গ্রহণ করবে না।’
জোহরা আক্তার রুমা তাঁর বক্তব্যে বলেন, ‘একজন নারী উদ্যোক্তা হিসেবে সমাজে নিজের জায়গা প্রতিষ্ঠা করতে আমাকে অনেক কাঠ-খড় পোড়াতে হয়েছে। আমার চলার পথে সহায়ক ভূমিকা রেখেছে আমার পারিবারিক এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা। শিক্ষা আমাকে কঠিন সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করেছে। প্রতিটি মেয়ের উচিত সঠিকভাবে প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং সময় সুযোগমতো কারিগরি শিক্ষা গ্রহণ করা।’
এস. এম. আল আমিন তাঁর বক্তব্যে বলেন, ‘বর্তমানে নারীদের শিক্ষার হার বাড়লেও উচ্চ শিক্ষায় তারা অনেক পিছিয়ে রয়েছে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী অনুপাতে নারীরা পিছিয়ে আছে। নারীদের পিছিয়ে রেখে দেশ উন্নতি করতে পারবে না। নারীর ক্ষমতায়নের জন্য শিক্ষা একটি অপরিহার্য উপাদান।
উক্ত সমাবেশের সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী আহসান উল্লাহ।
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত