ফেনী লোকজ মেলায় আলাপন’র
‘চৌদ্দশ বত্রিশ’ কবিতায় মুগ্ধ দর্শক-শ্রোতারা
সংবাদদাতা : ফেনীতে নববর্ষের লোকজ মেলায় রবিবার (২০ এপ্রিল) সাংস্কৃতিক অনুষ্ঠানে আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্র ফেনী'র ‘চৌদ্দশ বত্রিশ’ বৃন্দ আবৃত্তি প্রযোজনায় দর্শক-শ্রোতারা মুগ্ধ হয়েছেন। সংগঠনের সাধারণ সম্পাদক নাজমুল হক শামীমের গ্রন্থনা ও নির্দেশনায় ‘চৌদ্দশ বত্রিশ’ কবিতাটি একঝাঁক শিক্ষার্থীবৃন্দ আবৃত্তি করেছেন।
বাংলা নববর্ষ দেশের ঐতিহ্য, গ্রাম-বাংলার প্রধান খাবার পান্তাকে নিয়ে রচিত চার মিনিটের এই প্রযোজনা ‘চৌদ্দশ বত্রিশ’। প্রযোজনাটিতে সংগঠনের নতুন ও পুরনো মিলিয়ে ১০ জন শিল্পী অংশগ্রহণ করেছে। এদের মধ্যে মাঈশা বিনতে ফেরদৌস, সম্পূর্ণা সাহা, সীমান্ত দাস, ইবসার নাওয়ার, সাবিহা আনজুম রামিসা, পূর্ণতা সুর গল্প, তাহামিদ আনজুম জামান, আদহাম আলী রাদ, আরিশা জামান, আহম্মদ উমাইর রয়েছেন। বৃন্দ ছাড়াও শিশু শিক্ষার্থীরা সাতটি একক ও দ্বৈত কবিতা পরিবেশন করেন বলে জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক নাজমুল হক শামীম।
আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্রের সভাপতি কবি মঞ্জুর তাজিম বলেন, ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত ফেনীর ঐতিহ্যবাহী পুরোনো এই সংগঠনটি চলতি বছর ৩১ বছরে পদার্পণ করেছে । বর্তমানে একঝাঁক তরুণ ও অর্ধশতাধিক শিক্ষার্থী প্রতিনিয়ত সরকারী ও বেসরকারী অনুষ্ঠানে অংশ নিচ্ছে। আমাদের নিজস্ব প্রযোজনাও নিয়মিত হচ্ছে। জেলার অন্য সংগঠনগুলোও আমাদের কর্মকান্ডে সহযোগীতা করে চলেছে।
সম্মিলিত সাংস্কৃতিক কেন্দ্রে ফেনী জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি জাহিদ হোসেন বাবলু জানান, আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্র লোকজ মেলায় দারুণ একটি প্রযোজনা করেছে। প্রতিনিয়ত তাদের তরুণদীপ্ত শিল্পী তৈরী হচ্ছে। আশা করছি ভবিষ্যতে তারা আরো ভালো করবে।
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত