ফেনীতে হজ্জ গমনেচ্ছুদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
সংবাদদাতা ঃ সরকারী ও বেসরকারী ব্যবস্থাপনায় হজ্জ গমনেচ্ছু হজ্জ যাত্রীদের এক প্রশিক্ষণ কর্মশালা বুধবার (১৬ এপ্রিল) দিনব্যাপী ফেনী জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় এবং ধর্ম মন্ত্রণালয়ের অর্থায়নে অনুষ্ঠিত কর্মশালা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক সাহাব উদ্দিনের সভাপতিত্বে ও ইফা’র হিসাব রক্ষক মোঃ হেলাল উদ্দিনের উপস্থাপনায? এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মানজুর আহসান, হজ্জ এজেন্সিজ এসোসিয়েশন (হাব) এর যুগ্ম মহাসচিব মোঃ জাফর উদ্দিন, ফেনী সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ আমির খসরু, ইসলামী ব্যাংক ফেনী শাখার কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান। প্রশিক্ষক ও অতিথি হিসেবে আরো ছিলেন, ফেনী টঙ্গী পাড়া জামে মসজিদের খতিব মাওলানা আবুল হাসানাত, ফেনী মডেল মসজিদের খতিব, মাওলানা মোয়াজ্জেম হোসেন, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক একেএম আবদুর রহীম, জাতীয় ইমাম সমিতি ফেনী জেলা সহ-সভাপতি মাওলানা কামরুল আহসান ভূঁইয়।
জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, আপনারা আমাদের দেশের দূত। সেখানে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের সাথে কথা হবে পরিচয় হবে। আপনাদের আচার আচরণ তারা যেন বুঝে বাংলাদেশী মানুষগুলো ভদ্র, সভ্য, উদার। তিনি বলেন, সেখানে প্রচুর হাঁটতে হবে। তাই এখন থেকে হাঁটার অভ্যাস করতে হবে। না হয় হঠাৎ করে অনেক বেশী হাঁটতে দিয়ে অসুস্থ্য হয়ে পড়বেন। তিনি নিজের জন্য, দেশের জন্য ও মুসলিম উম্মাহর জন্য সকলকে দোয়া করতে অনুরোধ করেন।
উল্লেখ্য, এবার ফেনী জেলা থেকে বেসরকারী ভাবে ৬৩০ জন এবং সরকারীভাবে ৪ জন হজ্জ যাত্রী হজ্জে যাবেন।
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত