মোঃ জয়নুল আবদীন, পরশুরাম, ফুলগাজী প্রতিনিধিঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে পরশুরামে ১২ বছর কম বয়সের শিশুদের জন্য উম্মোক্ত সুইমিংপুলের উদ্ভোধন করেন ইউএনও আরিফুর রহমান।
বুধবার (২৬ র্মাচ) দুপুর ১টার সময় পরশুরাম উপজেলা মসজিদের পশ্চিম পাশ্বের উপজেলা পুকুরের পাড়ে দুই লক্ষ টাকা বরাদ্দে নির্মিত সুইমিংপুলটি শিশুদের ফিতা কাটার মধ্য দিয়ে শুভ উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান। এসময় ইউএনওর সহধর্মিনী আফরোজা আক্তার এবং তাদের দুই ছেলে উপস্থিত ছিলেন।
সুইমিংপুল উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী শাহ আলম ভূঁইয়া, পৌরসভা প্রকৌশলী মোহাম্মদ আব্দুল আলিম, পরশুরাম পৌর জামাতের আমীর মোঃ মোস্তফা, পৌর যুবদলের যুগ্ন আহ্বায়ক আব্দুল মুয়িত ভূইয়া রাজনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবক।
সাম্প্রতিক কালের ঘটে যাওয়া প্রাকৃতিক দূর্যোগ ভয়াবহ বন্যা পরশুরাম বাসীর অতীতে দেখেনি এবং বন্যায় মানুষের দুভোগে জনজীবন অত্যান্ত হুমকির মুখে ছিল। বন্যায় সাতার না জানার কারনে অনেকে দুভোগে পড়তে হয়েছে। তাই উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের এমন উদ্যোগ পরশুরামের বাচ্চাদের জন্য সত্যিই অনেক খুশির।
ইউএনও আরিফুর রহমান জানান, আমি বন্যার পর পরশুরাম এসেছি ও ত্রান বিতরণের প্রয়োজনে কয়েকটি স্কুলে যেয়ে বাচ্চাদের সাথে কথা বলেছি। বেশিরভাগ বাচ্চা জানান এ বন্যায় তারা মারাত্মক ভয় পেয়েছে এবং সাতার না জানার কারণে অনেক কষ্ট হয়েছে । তখন আমি বাচ্চাদের সাতার না জানার কারণে জানতে চাইলে তারা জানান, পৌরসভার ভিতরে সাতার শেখার মত ভাল মানের কোন পুকুর না থাকায় তারা সাতার শেখার সুযোগ থেকে বঞ্চিত। এ সময় বাচ্চারা সাতার শিখার সুযোগ করে দেয়ার জন্য আবদার করে। তাই উপজেলা পরিষদের পুকুররের চার পাশকে সংস্কার করার উদ্যোগ নিয়েছি। সম্পূর্ণ সংস্কার করে "লাক্সর " বা প্রশান্তি নামক সুইমিংপুলটি তৈরী করে থাকি। এ সুইমিং পুল ১২ বছরের নীচে সকল শিশুর জন্য উন্মুক্ত থাকবে। সকল শিশুকে নিয়ে সুইমিং ক্লাব গঠন হবে, তাদের আইডি কার্ডসহ নানা সুবিধা থাকবে।
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত