ফেনী স্বেচ্ছাসেবীদের উপহার বিতরণকালে গোলাম মোহাম্মদ বাতেন
এ ধরণের কর্মসূচী অর্থনৈতিক কর্মকান্ড বেগবান করবে
হকার্স রিপোর্ট :
ফেনী পৌরসভার প্রশাসক ও জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক গোলাম মোহাম্মদ বাতেন বলেছেন, ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ এর কর্মসূচি সামগ্রিকভাবে অর্থনৈতিক কর্মকান্ড বেগবান করবে। তিনি বলেন, অল্প সময়ে আপনাদের সক্ষমত দেখে আমি মুগ্ধ। এসব কর্মসূচি সামাজিক নিরাপত্তা ও দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখছে বলে মন্তব্য করেন তিনি। জনাব বাতেন বুধবার দুপুরে ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারে ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ আয়োজিত উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন।
বরেণ্য শিক্ষাবিদ ও ফেনী ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর তায়বুল হকের সভাপতিত্বে ও সংগঠনের সদস্য আসাদুজ্জামান দারার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফেনী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোক্তার হোসেন, ফেনী ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের সদস্য সচিব ডাঃ তবারক উল্যাহ চৌধুরী বায়েজিদ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ফারুক হারুন। বক্তব্য রাখেন উপদেষ্টা ও নাট্য ব্যক্তিত্ব নাসির উদ্দিন সাইমুম, রোটারিয়ান জালাল উদ্দিন বাবলু, বিশিষ্ট সমাজসেবক লায়ন হাজী দ্বীন মোহাম্মদ, স্বেচ্ছাসেবী ও ক্রীড়া সংগঠক শরিফুল ইসলাম অপু। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক নাসিম আনোয়ার জাকি।
সভাপতির বক্তব্যে প্রফেসর তায়বুল হক বলেন, মাত্র ৫ মাসে এ সংগঠন হামাগুড়ি দেবার কথা ছিল। কিন্তু এখন দেখছি ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ অলিম্পিকের রেসের গতিতে কাজ করছে। এভাবে কাজ করলে তোমাদের নাম ফেনীর গন্ডি পেরিয়ে বিশ্বে ছড়িয়ে পড়বে। তিনি বলেন, অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে তোমরা মহর্তের পরিচয় দিয়েছ।
অনুষ্ঠানে ২২ পরিবারের জন্য সেলাই মেশিন হুইল চেয়ার ক্ষুদ্র ব্যবসার পূঁজি চিকিৎসা সহায়তা, শিক্ষা বৃত্তি ও তিন এতিমখানার শিশুদের জন্য নগদ ৭০ হাজার টাকা অনুদানসহ সর্বমোট দেড় লাখ টাকার উপহার দেয়া হয়।
এতে যারা উপহার প্রদান করেন সেলাই মেশিন-রাজিয়া জামান, নাসির উদ্দিন সাইমুম, জাকারিয়া দিপু, নাজনীন সুলতানা, ওবায়েদ মজুমদার, মহিম উদ্দিন পৃথিবী, দিলরুবা আক্তার রুমা। হুইল চেয়ার প্রদান করেন-জহিরুল ইসলাম সফি, রোমেল চৌধুরী। ভ্যান গাড়ি প্রদান করেন-জালাল উদ্দিন বাবলু।
নগদ অর্থ দিলেন যে সকল পৃষ্ঠপোষক রাশেদুজ্জামান রানা, স্যামুয়েল কামাল লাক্স, আব্দুর রহিম, আবিদ হাজারী, ফয়জুল হক বাপ্পী, আনোয়ারুল ইসলাম, তানভীর আলম, ইকবাল চৌধুরী, ডাঃ বনানী মন্ডল, কফিল মাহমুদ, নাসিম আনোয়ার জাকি ও পাঁচগাছিয়ার সৈয়দ আহমেদ ফাউন্ডেশন।
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত